ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৫ ১২:৪৮ এএম
সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চান কাবরেরা
পবিত্র ঈদুল আজহার উৎসবে যখন সারা দেশে বইছে আনন্দের হাওয়া, ঠিক তখনই বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা চান মাঠের লড়াইয়েও সেই আনন্দকে দ্বিগুণ করে তুলতে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছিনিয়ে এনে দেশবাসীকে ‘ঈদের উপহার’ দিতে চান এই স্প্যানিশ কোচ।
আগামী ১০ জুন রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল। প্রস্তুতি পর্বে গতকাল অনুশীলনের এক ফাঁকে কোচ কাবরেরা বলেন, “অবশ্যই, আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।”
সম্প্রতি ভুটানের বিপক্ষে ম্যাচে দলীয় পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন কাবরেরা, বিশেষ করে সেট পিস থেকে গোল পাওয়ায় তিনি খুশি। তিনি বলেন, “ভুটানের বিপক্ষে আমরা সেট পিস থেকে গোল করেছি। আগের চেয়ে এই জায়গাটায় অনেক উন্নতি হয়েছে। গত তিন ম্যাচে আমরা সেট পিসে কোনো গোলও খাইনি, এটি আমাদের জন্য একটি ইতিবাচক দিক।”
বাংলাদেশ দল শেষ ম্যাচে ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। পাশাপাশি ফিনিশিংয়ে আরও উন্নতি আশা করছেন কাবরেরা।
তিনি বলেন, “আমরা দুটি গোল করেছি, এতে আমি খুশি। তবে আমাদের ফিনিশিং আরও উন্নত করতে হবে। কিন্তু এটাই তো ফুটবল। ধীরে ধীরে আমরা আরও ভালো করব।”
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় তুলে নিয়ে শুধু বাছাইপর্বে এগিয়ে যেতেই নয়, বরং উৎসবমুখর জাতিকে একটুকু খুশি দিতে চান হাভিয়ের কাবরেরা ও তার শিষ্যরা।
ভোরের আকাশ।।হ.র