স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১১:৪৫ পিএম
এক ওভারেই বাজিমাত সাকিবের, ভিন্সকে ফেরালেন দুর্দান্ত ডেলিভারিতে
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে বাজিমাত করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র এক ওভার বল করেই তুলে নিলেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্সের গুরুত্বপূর্ণ উইকেট।
এই ম্যাচে লাহোরের একাদশে জায়গা পাননি রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ, সুযোগ পান কেবল অভিজ্ঞ সাকিব। করাচি কিংস টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতেই তোলে ৭০ রান। ঠিক এমন এক মুহূর্তে সপ্তম ওভারে আক্রমণে আসেন সাকিব। প্রথম পাঁচ বলেই মাত্র চার রান দেন, আর ষষ্ঠ বলেই ভিন্সকে ফিরিয়ে দেন সাজঘরে।
এই উইকেটটি ম্যাচে গতি ফেরায় লাহোরের জন্য। সাকিবের একমাত্র ওভারেই তৈরি হয় চাপ, যা পরে কাজে লাগান লাহোরের পেসাররা। ম্যাচে করাচি কিংস শেষ পর্যন্ত ১৯০ রান করে। লাহোরের জয়ের লক্ষ্যে প্রয়োজন ১৯১ রান। বোলিংয়ে হারিস রউফ নেন সর্বোচ্চ তিনটি উইকেট, সাকিবসহ চার বোলার ভাগাভাগি করেন বাকি চারটি।
সীমিত সুযোগেও সাকিবের কার্যকারিতা আবারও প্রমাণ করল, অভিজ্ঞতা ও কার্যকর বোলিং কিভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, ব্যাট হাতেও কি নিজেকে প্রমাণ করতে পারবেন সাকিব আল হাসান?
ভোরের আকাশ/হ.র