স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ১২:২৫ এএম
অবশেষে আইপিএল শিরোপা জিতলো কোহলির বেঙ্গালুরুর
আইপিএলে দীর্ঘ ১৮ বছরের শিরোপা খরার অবসান ঘটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৩ জুন আহমেদাবাদে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতল বিরাট কোহলির দল।
টস জিতে আগে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৯ উইকেটে ১৯০ রান। দলের হয়ে কোহলি করেন ৩৫ বলে ৪৩ রান। জিতেশ শর্মা (১০ বলে ২৪) ও লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫) দ্রুত রান তুললেও বড় স্কোর হয়নি। শেষদিকে রোমারিও শেফার্ড ৯ বলে ১৭ রানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ভালো শুরু করলেও মাঝপথে নিয়মিত উইকেট হারিয়ে পড়ে যায় চাপে। শশাঙ্ক সিং একাই লড়াই করে ৩০ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
বেঙ্গালুরুর হয়ে ম্যাচসেরা বোলিং করেন ক্রুনাল পান্ডিয়া—৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। সহায়তা করেন ভুবনেশ্বর কুমার, যিনি ২টি উইকেট নেন।
২০০৮ সাল থেকে আইপিএলে অংশ নেওয়া বেঙ্গালুরু এতদিনে এসে পেল বহু প্রতীক্ষিত প্রথম শিরোপা। তিনবার ফাইনাল খেলা দলটি এবার কোহলির নেতৃত্বে শেষ পর্যন্ত ইতিহাস গড়ল।
ভোরের আকাশ//হ.র