স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫ ১০:৩৫ পিএম
এমবাপ্পের জোড়া গোলে শেষ রক্ষা রিয়াল মাদ্রিদ
অতি গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়ে লা লিগায় শিরোপা লড়াইটা জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে কোন মতে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (৪ মে) ৩ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে ফিরিয়ে আনল মাদ্রিদের দলটি।
ম্যাচের ৩৩মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন গিলার। এরপর ৩৯ মিনিটে ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে। এমন অবস্থায় বড় জয়ের স্বপ্নই দেখছিল রিয়াল মাদ্রিদ।
তবে বড় জয়ের আশা তো দূরে থাক, ৭ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যাচ্ছিল রিয়াল। তবে কোনোমতে শেষ রক্ষা পায় আনচেলত্তির দল। ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। ৪৮তম মিনিটে গিলেরের রক্ষণ চেরা পাস পেয়ে বাম পায়ের আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। এই গোলে রিয়ালের হয়ে অভিষেকে সর্বোচ্চ গোলের কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন এমবাপ্পে। ১৯৯২-৯৩ মৌসুমে ইউরোপের সফলতম দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৭ গোল করেছিলেন ইভান জামোরানো। ৫২ ম্যাচে এমবাপ্পের গোল হলো ৩৬টি।
স্বস্তির এই জয়ের পর ৩৪ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।
ভোরের আকাশ/এসআই