স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৩:৫১ পিএম
আবারও বিসিবিতে দুদকের অভিযান
আর্থিক দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই ধারাবাহিকতায় আজ আবারও তদন্তের জন্য বিসিবিতে এসেছে দুদক।
শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে দুদক। এবার চার সদস্যের একটি দল বিসিবিতে অভিযান চালিয়েছে। যদিও আজকের অভিযান সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে ১৫ এপ্রিল অভিযানের পর দুদকের কর্মকর্তারা বলেছিলেন, মুজিব বর্ষ উপলক্ষে বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে এখন পর্যন্ত বিসিবি মাত্র ৭ কোটি টাকার কাগজপত্র দেখাতে পেরেছে। ২ কোটি টাকার খরচ শুধু কথায় বলা হয়েছে। ফলে প্রাথমিকভাবে ১৯-২০ কোটি টাকার গরমিল পাওয়া গেছে।
ভোরের আকাশ/এসএইচ