স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০২:৩৮ এএম
আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময় চূড়ান্ত, ফুটবলপ্রেমীদের অপেক্ষা শেষ
দীর্ঘদিনের গুঞ্জন ও অনিশ্চয়তার পর অবশেষে ২০২৬ সালের মার্চে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল সংস্থা। মহাদেশীয় শীর্ষ দুই দলের এই রোমাঞ্চকর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে থাকবে বলে আশা করা হচ্ছে।
আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও রাফায়েল লুজানের সমঝোতার মাধ্যমে ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে ফাইনালের সময় নির্ধারণের ঘোষণা আসে। এই ম্যাচটি হবে ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে মুখোমুখি লড়াই। যদিও ২০২৬ সালের বিশ্বকাপের কয়েক মাস আগে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, আর্জেন্টিনা ইতোমধ্যেই লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে, কিন্তু স্পেনসহ ইউরোপের কিছু দল এখনো বাছাইপর্বে রয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এই ফিনালিসিমা ম্যাচটির সময় নির্ধারণ করা হবে বিশ্বকাপ প্লে-অফের জন্য নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মাঝে। এএফএ, আরএফইএ, উয়েফা এবং ফিফা এই টুর্নামেন্টকে সফল করার ব্যাপারে আগ্রহী এবং ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও রোমাঞ্চ ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
ফিনালিসিমা মূলত ১৯৮৫ ও ১৯৯৩ সালে আয়োজিত আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে চালু হয়। সর্বশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। তার আগে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে এই ট্রফি জিতেছিলেন।
গত মে মাসে ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে ফিনালিসিমার আসন্ন সংস্করণের ব্যাপারে আলোচনাও শুরু হয়, যা ফুটবল বিশ্বে নতুন রোমাঞ্চ ও আকর্ষণের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।
ফুটবলপ্রেমীদের জন্য এটি নতুন এক দৃষ্টিনন্দন লড়াইয়ের প্রারম্ভ হতে যাচ্ছে, যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসির উত্তরসূরী হিসেবে বিবেচিত লামিনে ইয়ামাল এবং স্পেনের তারকারা মাঠে মুখোমুখি হবেন।
ভোরের আকাশ//হ.র