স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১২:৪৮ এএম
আইপিএলের বাকি অংশের নতুন সূচি প্রকাশ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল আবার মাঠে গড়াতে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যাওয়া এই আসরের নতুন সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার (১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।
বিসিসিআই জানায়, আগামী ১৭ মে থেকে শুরু হবে বাকি ম্যাচগুলো। চলবে ৩ জুন পর্যন্ত। পুরো টুর্নামেন্টে এখনো বাকি আছে মোট ১৭টি ম্যাচ—এর মধ্যে ১৩টি গ্রুপ পর্বের এবং ৪টি প্লে-অফের (ফাইনালসহ)।
গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে ছয়টি ভেন্যুতে:
দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনৌ, জয়পুর ও আহমেদাবাদ।
প্লে-অফ সূচি:
কোয়ালিফায়ার-১: ২৯ মে
এলিমিনেটর: ৩০ মে
কোয়ালিফায়ার-২: ১ জুন
ফাইনাল: ৩ জুন
পুনরায় আইপিএল মাঠে গড়াবে ১৭ মে, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে।
উল্লেখ্য, গত ৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায়। এই ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে ২৪ মে জয়পুরে।
বিসিসিআই জানিয়েছে, ভারত সরকার, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিক, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করেই টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/হ.র