স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১২:৩২ এএম
হামজা চৌধুরীর পরবর্তী গন্তব্য কোথায়?
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে চলমান গুঞ্জন যেন থামছেই না। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দেওয়ার সম্ভাবনার খবর দিয়ে জুনের শুরুতে হৈচৈ ফেলে দিয়েছিল গ্রিক গণমাধ্যম স্পোর্টএফএম। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে আপাতত সেই গুঞ্জন থমকে গেছে, নতুন কোনো অগ্রগতি নেই।
এর মধ্যে বদলে গেছে দৃশ্যপট। বরং ইংলিশ ক্লাব লেস্টার সিটি-তে হামজার ভবিষ্যৎ নিয়ে এখন আলোচনায় ফিরেছে নতুন মাত্রা। গেল মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেললেও, লেস্টারের প্রাক-মৌসুম অনুশীলনে ফেরত দেখা গেছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে।
লেস্টারে বড় পরিবর্তনের আভাস মিলছে। ডাচ কোচ র্যুড ভ্যান নিস্টেলরয়-কে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ক্লাবটি। জানা গেছে, তার পরিকল্পনায় ছিলেন না হামজা, এ কারণেই ধারে পাঠানো হয়েছিল তাকে। তবে কোচ বিদায়ের সম্ভাবনা নতুন করে সুযোগ এনে দিয়েছে হামজার জন্য।
ব্রিটিশ গণমাধ্যম লেস্টারশায়ার লাইভ জানিয়েছে, আসন্ন মৌসুমে সাতজন খেলোয়াড় ছাড়তে পারে ক্লাবটি—তবে সেই তালিকায় নেই হামজার নাম। বরং বিদায় ঘন্টা বাজতে পারে প্রেস্টন ডাকা, বিলাল এল-খানুয়েসি, ওয়াইট ফাউস-সহ আরও কয়েকজন তারকার।
তবে অলিম্পিয়াকোসের পথও এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। দলটি এখন ব্যস্ত ডুসান টাডিচের চুক্তি চূড়ান্ত করতে। আয়াক্স ও সাউদাম্পটনের সাবেক এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর পরই হামজার বিষয়ে আলোচনায় যেতে পারে গ্রিক জায়ান্টরা।
অন্যদিকে, শেফিল্ড ইউনাইটেড ফের হামজাকে পেতে আগ্রহী হলেও, বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কোচ ক্রিস ওয়াইল্ডার-এর ক্লাবে থাকা না থাকার ওপর। তিনি থেকে গেলে হামজার জন্য দরজা খোলা থাকবে সেখানে।
সব মিলিয়ে বলা যায়, হামজার পরবর্তী গন্তব্য নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে লেস্টারেই থেকে যাওয়ার সম্ভাবনাই আপাতত বেশি। ইউরোপিয়ান ফুটবলের বড় মঞ্চে নাম লেখাবেন নাকি ঘরের মাঠেই নিজেকে প্রমাণ করবেন—তা জানতে অপেক্ষা করতে হবে সামনের কিছুদিন।
ভোরের আকাশ//হ.র