ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা, দম্পতি কারাগারে
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন সহ একদল সাংবাদিদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় এক দম্পতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালেক মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করে।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন- সেগুনবাগিচার বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি খাতুন ।
এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় এ মামলাটি করে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে একটি চায়ের দোকান সরানো নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জাকির হোসেন, বিউটি খাতুনসহ প্রায় অর্ধশত ব্যক্তি।
এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। গত শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচা এলাকার বাসা থেকে জাকির দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন সহ একদল সাংবাদিদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় এক দম্পতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।রোববার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালেক মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করে।তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন- সেগুনবাগিচার বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি খাতুন ।এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় এ মামলাটি করে।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে একটি চায়ের দোকান সরানো নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জাকির হোসেন, বিউটি খাতুনসহ প্রায় অর্ধশত ব্যক্তি।এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। গত শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচা এলাকার বাসা থেকে জাকির দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।ভোরের আকাশ/জাআ
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক শাফিন খান হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।সোমবার (১৯ মে) অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।এক বিবৃতিতে নেতৃবৃন্দ শাফিন খানের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকায় জানাজা শেষে সাতক্ষীরায় নিজ শহরে চিরনিদ্রায় শায়িত করা হবে শাফিন খানকে।উল্লেখ্য, শাফিন খান ঊনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করেছেন। তার জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা জেলার মুনজিতপুরে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।ভোরের আকাশ/এসএইচ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।রবিবার (১১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ২০৪ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান।কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি তানজিল কাজী (দৈনিক বাংলাদেশের খবর, পাবলিকিয়ান টুডে), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হুসাইন (দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস, একুশে সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ (সময় জার্নাল), কোষাধ্যক্ষ মোঃ আল শাহারিয়া সুইট (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য-১ আবুল খায়ের (ক্যাম্পাস টাইমস), কার্যনির্বাহী সদস্য-২ কায়েস শেখ (দৈনিক আমাদের মাতৃভূমি) ও কার্যনির্বাহী সদস্য-৩ তোফায়েল আহম্মেদ (বাংলাদেশ টাইমস)।ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সাংবাদিক সমিতি সবসময় ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি। নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস।ভোরের আকাশ/এসএইচ
গাজীপুর সাংবাদিক ইউনিটির কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় হাবিবুল্লাহ সরণি রোডের ইকবাল কুটিরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।কমিটির সভাপতি এম এ ফিরোজ লাভলুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ হাইউল উদ্দিন খান এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তর এর কাপাসিয়া প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, এ সময় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম জে আলম।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আবুসালেক ভূইয়া, সহ-সভাপতি জাহিদুর রহমান বকুল,সহ-সভাপতি ডাঃ মোঃ বাবুল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ শরীফ হোসেন শামীম, দপ্তর সম্পাদক মোঃ সারওয়ার আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাজল মিয়া। কার্যনির্বাহী সদস্য- মোঃ মোবারক হোসেন রনি, মোঃ আব্দুল বারি, মোঃ আব্দুল আলী। কার্যনির্বাহী কমিটি দুই বছরের জন্য বহাল থাকিবে। আলোচনা সভার পূর্বে গাজীপুর সাংবাদিক ইউনিটি’র পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় সাবেক গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি আফজাল হোসেন কায়সারকে।ভোরের আকাশ/এসএইচ