মেহজাবীন-রাজীবের হানিমুন: ইতালির লেইক কমোতে রোম্যান্টিক মুহূর্ত
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৩ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। বিয়ের পাঁচ মাস পার হলেও তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক এখনো মধুর ও সুখে ভরা। দেশের বাইরে বিভিন্ন সফরে বহুবার দেখা গেছে তাঁদের, তবে এসব ছিলো কাজ কিংবা ভ্রমণ ভিত্তিক, হানিমুন নিয়ে অনেক ভক্তের মধ্যে ছিলো সন্দেহ।
অবশেষে মেহজাবীন নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, ইতালি হল তাদের হানিমুনের গন্তব্য। শনিবার ফেসবুকে লেইক কমোর নীল জলরাশির পাশে তোলা রোম্যান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “লেইক কমো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। এখানে কয়েকটি দিন কাটানো যেন এক স্বপ্ন। শান্ত, সুন্দর এবং ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না।”
ছবিতে দেখা যায়, নীলচে পোশাকে মেহজাবীন লেইক কমোর পাড়ে একা দাঁড়িয়ে আছেন, আবার এক অন্য ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখেছেন প্রেমময় দৃশ্যে। এই পোস্টে ভক্তরা তাদের জন্য ভালোবাসা ও শুভকামনার বন্যা বইয়ে দিয়েছেন।
মেহজাবীন ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর বড় পর্দাতেও নিজের অবস্থান মজবুত করছেন। ‘প্রিয় মালতী’সহ বেশ কয়েকটি সিনেমার জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। এখন ব্যক্তিজীবনে সুখী সময় কাটানো এই তারকা দম্পতির হানিমুন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৩ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। বিয়ের পাঁচ মাস পার হলেও তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক এখনো মধুর ও সুখে ভরা। দেশের বাইরে বিভিন্ন সফরে বহুবার দেখা গেছে তাঁদের, তবে এসব ছিলো কাজ কিংবা ভ্রমণ ভিত্তিক, হানিমুন নিয়ে অনেক ভক্তের মধ্যে ছিলো সন্দেহ।অবশেষে মেহজাবীন নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, ইতালি হল তাদের হানিমুনের গন্তব্য। শনিবার ফেসবুকে লেইক কমোর নীল জলরাশির পাশে তোলা রোম্যান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “লেইক কমো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। এখানে কয়েকটি দিন কাটানো যেন এক স্বপ্ন। শান্ত, সুন্দর এবং ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না।”ছবিতে দেখা যায়, নীলচে পোশাকে মেহজাবীন লেইক কমোর পাড়ে একা দাঁড়িয়ে আছেন, আবার এক অন্য ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখেছেন প্রেমময় দৃশ্যে। এই পোস্টে ভক্তরা তাদের জন্য ভালোবাসা ও শুভকামনার বন্যা বইয়ে দিয়েছেন।মেহজাবীন ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর বড় পর্দাতেও নিজের অবস্থান মজবুত করছেন। ‘প্রিয় মালতী’সহ বেশ কয়েকটি সিনেমার জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। এখন ব্যক্তিজীবনে সুখী সময় কাটানো এই তারকা দম্পতির হানিমুন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে।ভোরের আকাশ//হ.র
দেশের বিনোদন অঙ্গনের প্রিয় তিন তারকা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান আবারও একসঙ্গে আসছেন টিভি পর্দায়। তারা হাজির হচ্ছেন নতুন ধারাবাহিক নাটক ‘শাদি মোবারক’-এ, যা আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে।নাটকটি রচনা করেছেন আহাম্মেদ শাহাবুদ্দিন এবং পরিচালনা করেছেন শামীম জামান নিজেই। নাটকের গল্পে তিনজনই অভিনয় করেছেন তিন ভাইয়ের চরিত্রে। বড় ভাইয়ের বিয়ে আটকে থাকার কারণে মেজো ও ছোট ভাইয়ের বিয়ের পরিকল্পনা পিছিয়ে যায়, আর এ নিয়েই ঘটে একের পর এক হাস্যকর ঘটনা।গত বছরের নভেম্বরেই শুটিং শেষ হওয়া এই নাটকে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজসহ আরও অনেকে।তিন এই জনপ্রিয় তারকার জুটিকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা, এবং তাদের অভিনয়ে হাসির নতুন ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে ‘শাদি মোবারক’-এ।ভোরের আকাশ//হ.র
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল ও শক্তিমান নাম ডলি জহুর। যুগের পর যুগ নাটক, সিনেমা ও মঞ্চে তার সহজাত অভিনয় দিয়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হলেও, আজকাল তাকে অভিনয়ে খুব একটা দেখা যায় না। বর্তমান পর্বে তার কাজের সংখ্যা অনেকটাই কমে এসেছে। ডলি জহুরের জীবন, অনুভূতি এবং শিল্পের প্রতি তার দর্শন নিয়ে গভীর আলোকপাত থাকল এই আলোচনায়।অভিনয় থেকে সরে আসার কারণ: ডলি জহুর স্পষ্ট বলেন, বর্তমান নাটক ও সিনেমার গল্প-চরিত্রগুলোতে নতুনত্বের ঘাটতি রয়েছে। একই ধরনের গল্প আর ঘুরেফিরে আসা চরিত্রে অভিনয় করতে গিয়ে একঘেয়েমি কাজ করে তার মধ্যে। বিশেষ করে সিনেমায় প্রায়ই মা চরিত্রে তাকে ডাকলেও, এগুলোর গুরুত্ব কম থাকে যে কারণে তিনি আর আগ্রহ পান না। অভিনয়শিল্পী হিসেবে সেই চরিত্র চান, যেখানে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ থাকে।একঘেয়ে ও গুরুত্বহীন চরিত্রে আর কাজ করতে ইচ্ছা করে না। নাটক এখনো করি, যদি কিছু ভিন্নতা পাই। দর্শকের ভালোবাসা ও নিজের অর্জনকে মূল্যবান মনে করে ডলি জহুর। তাই তিনি চান, জীবনটা আতিশয্য ছাড়াই শান্তিতে কাটাতে।কাজ বন্ধের কষ্ট ও শিল্পীর তৃষ্ণা: কাজ কমিয়ে দেওয়াতে মামুলি কোনো আফসোস নেই তার, তবে শিল্পীর মনের যে অস্থিরতা ও অভিনয়ের ক্ষুধা, সেটির তৃপ্তি নেই বলেই কষ্ট হয় বলে জানান ডলি জহুর। পেশাদার অভিনেত্রী হিসেবে সারাজীবন চেষ্টা করেছি চরিত্রর সত্যতা ধরে রাখতে। সম্মানি নয়, আমি অভিনয়কে ভালোবেসে করেছি; মানুষের ভালোবাসার জন্যই সবকিছু।তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘ভালোবাসা’-ই শিল্পীপনার মূল অনুপ্রেরণা। বর্তমানে সেই সত্যিকারের ভালোবাসার খরা দেখেন তিনি; তার মতে, মানুষের আবেগ ও আন্তরিকতার জায়গায় কৃত্রিমতা ঢুকে পড়েছে। সবাই আজ আত্মকেন্দ্রিক শিল্প কিংবা সমাজ নিয়ে ভাবনার সুযোগই নেই।সমকালীন শিল্প-ইন্ডাস্ট্রি ও মানুষের মনস্তত্ত্ব: ডলি জহুর মনে করেন, আজকের ইন্ডাস্ট্রিতে নিখাদ ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতা আগের মতো নেই। সমাজ ও সম্পর্ক নিয়ে তার পর্যবেক্ষণ: মানুষ এখন আর আপনজনকে নিজের মনে করতে পারে না। সবাই যেন শুধু ব্যক্তিগত উন্নতি ও সামর্থ্য বৃদ্ধিতেই ব্যস্ত। এই সময়ের শিল্প-পরিমণ্ডল ও পরিবর্তিত সভ্যতায় নিঃস্বার্থ ভালোবাসার জায়গা সংকুচিত হয়ে এসেছে বলেই তিনি ভাবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বিষয়ে তার অনুভূতি আরও গভীর হয়েছে।পরিবার, দেশ, ও পরিচিতির আকর্ষণ: অস্ট্রেলিয়ায় থাকা একমাত্র সন্তানের কাছে চলে যেতে সুযোগ থাকলেও, তিনি নিজেকে সে গণ্ডির মধ্যে আটকে রাখতে চান না।ডলির অনুভূতি: দেশের মাটি, খোলা আকাশ, চেনা মানুষ, পরিবেশ এসবই আমার জীবনের আনন্দ। বিদেশে গেলেই মনে হয় বন্দিত্ব, যে স্বাধীনতা এখানে পাই সেখানেই শান্তি। দেশের মানুষের কষ্ট দেখলে, নিজেকে অন্তত তাদের পাশে দেখতে চান।পুরস্কার ও প্রকৃত কৃতজ্ঞতা: জীবনের সব অর্জন, পুরস্কার ও রাষ্ট্রীয় স্বীকৃতির চেয়েও ডলি জহুরের কাছে সবচেয়ে বড় পাওনা দর্শকের অকৃত্রিম ভালোবাসা ও সম্মান। মানুষের ভালোবাসা, এটাই হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। রাষ্ট্রীয় স্বীকৃতি গুরুত্বপূর্ণ, তবে দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর মূল চালিকাশক্তি। তিনি মনে করেন, শিল্পীর এগিয়ে চলার প্রেরণা ও মুকুট দর্শকের এই ভালোবাসা, যা তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে।ডলি জহুরের দর্শনে শিল্প ও মানবতার মিশেল: বাংলাদেশের সংস্কৃতি-ইতিহাসের এক অনুসরণযোগ্য পর্বজ বিশিষ্ট শিল্পী ডলি জহুরের জীবন ও অনুভূতি সচেতন দর্শক, মেধাবী সহকর্মী ও নবীন শিল্পীদের জন্য অন্যতম শিক্ষা। উপলব্ধি, আবেগ আর আদর্শিক আন্তরিকতায় তিনি জানান দেন শিল্প, দেশ, মানুষ ও ভালোবাসার টানেই এগিয়ে চলে একটি শিল্পীর যাত্রা; পুরস্কার, অর্থ কিংবা খ্যাতির উর্ধ্বে মানবিকতা ও আত্মপ্রত্যয়ই তার আসল পরিচয়।ভোরের আকাশ/এসএইচ
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার পা রাখছেন বড় পর্দায়। দীর্ঘদিন ছোটপর্দায় সাফল্যের সঙ্গে কাজ করলেও সিনেমায় অভিনয়ের জন্য পাওয়া প্রস্তাবগুলোর গল্প তার মন মত না হওয়ায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার খুঁজে পেয়েছেন নিজের পছন্দের গল্প—আর সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন সম্মতি।তবে এ যাত্রা ঢালিউডে নয়, তানজিন তিশার সিনেমা অভিষেক হচ্ছে টালিউডে। আর প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধছেন বলিউডের 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা শারমন জোশির সঙ্গে।‘ভালোবাসার মরসুম’ নামের এই রোমান্টিক ঘরানার ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘রাবন’ সিনেমা।পরিচালক নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, গত সপ্তাহে তিনি ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসে তানজিন তিশাসহ দেশের কয়েকজন অভিনেত্রীর সঙ্গে বৈঠক করেন। নানা দিক বিবেচনা করে অবশেষে তানজিন তিশাকে ছবির প্রধান চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়।সিনেমার গল্পে তিশা অভিনয় করবেন ‘হিয়া’ নামের একটি চরিত্রে। অন্যদিকে শারমন জোশিকে দেখা যাবে একজন অধ্যাপকের ভূমিকায়। বাংলাদেশের তরুণ অভিনেতা খাইরুল বাশারকেও ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। প্রথম ধাপে টানা ২৩ দিন দৃশ্যধারণ চলবে। এরপর অক্টোবর মাসে মুর্শিদাবাদে হবে দ্বিতীয় ধাপের শুটিং। নির্মাতা জানান, ছবিটি ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।তানজিন তিশার এই টালিউড অভিষেককে ঘিরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে জোরালো উত্তেজনা দেখা দিয়েছে। ছোটপর্দার এই তারকার বড় পর্দার যাত্রা কেমন হয়, তা এখন সময়ই বলে দেবে।ভোরের আকাশ//হ.র