কান উৎসবের লাল গালিচায় জাহ্নবী কাপুর, যেন ফিরে এলেন শ্রীদেবী
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর প্রথমবারের মতো পা রাখলেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। ৭৮তম আসরে ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে রেড কার্পেটে হাঁটেন তিনি। আর সেখানেই তার উপস্থিতি যেন মনে করিয়ে দিলো শ্রীদেবীকে—দর্শকদের আবেগে ছিল এমনই প্রতিক্রিয়া।
জাহ্নবী এদিন পরেছিলেন ফ্যাশন ডিজাইনার তারুণ তাহিলিয়ানির তৈরি এক বিশেষ পাউডার পিং করসেট ও স্কার্ট গাউন। তার স্টাইল ও উপস্থিতিতে ছড়িয়ে পড়ে এক রাজকীয় সৌন্দর্য, যা দর্শকদের শ্রীদেবীর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।
এই আয়োজনে জাহ্নবীর রূপসজ্জার নেপথ্যে ছিলেন তার কাজিন এবং নামকরা স্টাইলিস্ট রিয়া কাপুর। জাহ্নবীর সাজে ছিল একটি পাতলা ড্রেপ, যা মাথার উপরে ছড়িয়ে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া এনে দেয়। তার সঙ্গে মুক্তার গয়না পুরো লুকটিকে দেয় এক অনন্য আভিজাত্য ও শালীনতা।
সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ভক্তদের প্রশংসার বন্যা। একজন মন্তব্য করেন, “শ্রীদেবীর প্রতিচ্ছবি যেন দেখা গেল জাহ্নবীর মধ্যে।” আরেকজন লিখেন, “মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেন কানের লাল গালিচায় ফিরে এলেন শ্রীদেবী, জাহ্নবীর মধ্য দিয়ে।”
এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন অভিনেতা ইশান খট্টর, নির্মাতা করণ জোহর, অভিনেতা বিশাল জেঠওয়া এবং নির্মাতা নীরজ ঘেওয়ান। সবাই মিলে ‘হোমবাউন্ড’ সিনেমার বিশ্বপ্রিমিয়ারে অংশ নেন।
জাহ্নবীর এই কান অভিষেক শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, শ্রীদেবীকে স্মরণ করার এক আবেগঘন মুহূর্ত হিসেবেও রয়ে গেল সিনেমাপ্রেমীদের মনে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
ঢালিউডের খলনায়ক মিশা সওদাগর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে নামাজ কায়েমের আহ্বান জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সুস্থ বা অসুস্থ, যে অবস্থাতেই থাকুন না কেন, নামাজ পড়া অপরিহার্য। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।”বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিশা সওদাগর। সেখানেই গত বৃহস্পতিবার (১৫ মে) তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়। জানা গেছে, প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন তিনি। তখন তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসায় সেরে উঠলেও সম্প্রতি পুরনো সেই জায়গায় আবারও ব্যথা অনুভব করেন, যার ফলে চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করাতে হয়।অস্ত্রোপচারের পর আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এই অভিনেতা। তবে তিনি সুস্থ হয়ে শিগগিরই অভিনয়ে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তার সহকর্মী ও ভক্তরা।তিন দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে মিশা সওদাগর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। প্রায় সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি গড়েছেন এক অনবদ্য রেকর্ড। তার অভিনীত খল চরিত্রগুলো যতটা শক্তিশালী, বাস্তব জীবনে ততটাই নম্র ও বিনয়ী একজন মানুষ তিনি—এটাই বারবার বলেছেন তার সহকর্মীরা।মিশার ধর্মীয় বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে তাকে শুভকামনা জানিয়েছেন এবং নামাজের গুরুত্বের সঙ্গে একমত পোষণ করেছেন।চলচ্চিত্রে তার ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আর এ সময় তারা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অব্যাহত রেখেছেন।ভোরের আকাশ//হ.র
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর প্রথমবারের মতো পা রাখলেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। ৭৮তম আসরে ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে রেড কার্পেটে হাঁটেন তিনি। আর সেখানেই তার উপস্থিতি যেন মনে করিয়ে দিলো শ্রীদেবীকে—দর্শকদের আবেগে ছিল এমনই প্রতিক্রিয়া।জাহ্নবী এদিন পরেছিলেন ফ্যাশন ডিজাইনার তারুণ তাহিলিয়ানির তৈরি এক বিশেষ পাউডার পিং করসেট ও স্কার্ট গাউন। তার স্টাইল ও উপস্থিতিতে ছড়িয়ে পড়ে এক রাজকীয় সৌন্দর্য, যা দর্শকদের শ্রীদেবীর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।এই আয়োজনে জাহ্নবীর রূপসজ্জার নেপথ্যে ছিলেন তার কাজিন এবং নামকরা স্টাইলিস্ট রিয়া কাপুর। জাহ্নবীর সাজে ছিল একটি পাতলা ড্রেপ, যা মাথার উপরে ছড়িয়ে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া এনে দেয়। তার সঙ্গে মুক্তার গয়না পুরো লুকটিকে দেয় এক অনন্য আভিজাত্য ও শালীনতা।সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ভক্তদের প্রশংসার বন্যা। একজন মন্তব্য করেন, “শ্রীদেবীর প্রতিচ্ছবি যেন দেখা গেল জাহ্নবীর মধ্যে।” আরেকজন লিখেন, “মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেন কানের লাল গালিচায় ফিরে এলেন শ্রীদেবী, জাহ্নবীর মধ্য দিয়ে।”এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন অভিনেতা ইশান খট্টর, নির্মাতা করণ জোহর, অভিনেতা বিশাল জেঠওয়া এবং নির্মাতা নীরজ ঘেওয়ান। সবাই মিলে ‘হোমবাউন্ড’ সিনেমার বিশ্বপ্রিমিয়ারে অংশ নেন।জাহ্নবীর এই কান অভিষেক শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, শ্রীদেবীকে স্মরণ করার এক আবেগঘন মুহূর্ত হিসেবেও রয়ে গেল সিনেমাপ্রেমীদের মনে।ভোরের আকাশ//হ.র
মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ও নিজের প্রযোজিত ‘সাবা’ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। এরপর একে একে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে।যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে।বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে মেহজাবীন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।’আরও বলেন, ‘বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা তো কেবল শুরু। বাংলাদেশ যেমন এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে, অচিরেই আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করি, যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে।’জানা গেছে, ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে ‘সাবা’। ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে ছবিটি। পরিচালক মাকসুদ হোসাইন। প্রথম পরিচালক হিসেবে তিনিও পেয়েছেন মনোনয়ন। ভোরের আকাশ/জাআ
কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার দুপুরে তিনি তার মায়ের সঙ্গে বাসায় ফিরে যান। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় লিখেছেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”তিনি আরও লেখেন, “আমার সহকর্মী, ইন্ডাস্ট্রির মানুষ, এমনকি সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন— তাদের এই ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারতাম না।”কারাগার থেকে মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই ফারিয়ার ফেসবুক পেজ থেকে অনুরাগীদের উদ্দেশ্যে আরেকটি বার্তা দেওয়া হয়, “সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আজ কথা বলতে পারিনি। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবো আপনাদের মাঝে।”এর আগে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হয়ে সোমবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় ফারিয়াকে। তবে মঙ্গলবার সকালে জামিন মঞ্জুর করেন আদালত। দুপুর ১২টার দিকে জামিন সংক্রান্ত কাগজ কারাগারে পৌঁছালে যাচাই শেষে তাকে মা ফেরদৌসী বেগমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।পুলিশ জানায়, রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।মামলার বিবরণে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। পরে চলতি বছরের ৩ মে এনামুল ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। ওই মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি একইদিনে এজাহার হিসেবে রেকর্ড হয়। পরে মামলার দুই সপ্তাহ পর গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে।ভোরের আকাশ//হ.র