সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৮:১৪ পিএম
ছবি: ভোরের আকাশ
সাভার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এবং বুধবার সকালে আশুলিয়ার কুরগাঁও, গকুলনগর ও পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালী জেলার কলাপাড়া রজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. সজিব (২০), রংপুর জেলার কোতয়ালী থানার পৌর বাজার মোতালেব মিয়ার ছেলে মো. সিয়াম (২১), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের আলা মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৪), একই এলাকার মো. আরিফ ইসলামের ছেলে মো. মুন্না বাদল (২২), ঢাকা জেলার আশুলিয়া থানার পানধোয়া নামাপাড়া এলাকার ফরিদ হোসেনের ছেলে আব্দুল্লাহ শিমুল (২০), গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার বড় বাট্টা পশ্চিমপাড়া মোল্লা বাড়ী মহল্লার মৃত আলী আকবর মোল্লার ছেলে মো. মাওলা মোল্লা (৪১), মৌলভিবাজার জেলার কমলগঞ্জ থানার কুরমা চা বাগান এলাকার মো. মিন্টু বাউরীর ছেলে মোঃ রিপন বাউরী (২০)। নড়াইল জেলার নড়াগাতি থানার ইসলামপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে মো. মোস্তাকিন শেখ (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের সাথে জড়িত। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার উপ- পরিদর্শক (এসআই ) মো. হারুনুর রশিদ ও উপ -পরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে নবীনগর বাস স্ট্যান্ড হইতে মঙ্গলবার রাতে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে আশুলিয়ার কুরগাও এবং পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে আরোও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়ায় নিয়মিত অভিযান চলাকালে পেশাদার ছিনতাইকারী চক্রের কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কুরগাঁও, গকুলনগর ও পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে সবমিলিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/জাআ