সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ০৮:১৬ পিএম
ছবি: ভোরের আকাশ
ঢাকার সাভারে হানী ট্রাপের শিকার এক ভিকটিমকে উদ্ধার এবং নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
এর আগে শুক্রবার বিকেলে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মো. জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার ২নং সতাং গ্রামের মো. আঃ হাকিমের ছেলে মো. জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মো. বজলুর মিয়ার ছেলে মো. কাওসার হোসেন কনক (২০)।
পুলিশ জানায়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে মোবাইল ফোনের মাধ্যমে হানি ট্রাপে ফেলে একটি অপহরণকারী চক্রের সক্রিয় সদস্যরা। পরে কৌশলে তাকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে ডেকে এনে অপহরণ করেন তারা। পরবর্তীতে অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমকে একটি গোপন স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এঘটনায় অপহরণ এবং মুক্তিপনের বিষয়টি ভিকটিমের পরিবার ৯৯৯ এর মাধ্যমে সাভার মডেল থানা পুলিশকে অবগত করলে সাভার মডেল থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানকারী দলটি তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘন্টা অভিযান পরিচালনা করে শুক্রবার দুপুরে সাভার মডেল থানাধীন জামশিং এলাকা থেকে ভিকটিম মেহেদী হাসানকে উদ্ধার করেন। এসময় উক্ত হানী ট্র্যাপের ঘটনায় এক নারী সদস্যসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা সাভার পৌর এলাকার গেন্ডা ও রেডিও কলোনি মহল্লায় ভাড়া থেকে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়েছে। এঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/জাআ