সাভারে প্রকাশ্যে স্ত্রী কন্যা ও মায়ের সামনে রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারদিন পর হত্যাকারী দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- বাশার (৩০) ও তার ভাই ওবায়দুল (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। অন্যদিকে নিহত রুবেল মিয়া সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে।সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় অভিযান চালিয়ে রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামি ওবায়দুল ও বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির আঘাতে হত্যা করেছে।উল্লেখ, শুক্রবার (৬ জুন) রাতে ঈদের বাজার করার সময় বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাসার ও ওবায়দুল। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।ভোরের আকাশ/এসএইচ
১১ জুন ২০২৫ ০৪:০৪ পিএম
সাভারে চলন্ত বাস থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকার সাভারে চলন্ত বাসে তল্লাশির সময় বার্মিজ চাকুসহ তিন ছিনতাইকারী তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।আটককৃতরা হলেন, নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মোঃ মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।আজ শুক্রবার ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, তিন মাসে তিনটি চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই রোধে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখান থেকে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।ভোরের আকাশ/সু
১৮ এপ্রিল ২০২৫ ০৯:৩৮ পিএম
সাভারে বিএনপির বৈশাখী শোভাযাত্রা
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা হয়েছে সাভারে। গতকাল সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম এর আয়োজনে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।এ সময় তারা রংবেরঙের পোশাক পরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।আনন্দ শোভাযাত্রায় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ছাড়াও সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।ভোরের আকাশ/এসএইচ