ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায়, কন্যা সন্তান ও স্ত্রীর লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের হা-মীম পোশাক কারখানার তিন নম্বর গেট সংলগ্ন এলাকার আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা ও তাদের ৫ বছরের কন্যা সন্তাস জামিলা।
স্থানীয়রা বলেন, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে ওই আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। আজ বিকেলে ওই বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। সন্তানের মুখ থেকে বিষের ঘন্ধ পাওয়া গেছে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে স্বামী রুবেল কী কারণে স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় বাকি দুইজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত থাকায় পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে ।মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদরপুর উপজেলার স্কুল পড়ুয়া এক ছাত্রীকে আসামি শাহিন চৌধুরী বিভিন্ন সময় অঙ্গ-ভঙ্গিতে কু-প্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ অপহরণ করবে বলে হুমকি দিতেন। গত ২০২১ সালের ২৭ মার্চ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শাহিন চৌধুরী ওই ছাত্রীকে বলে তোর চাচি ডাকতেছে (আসামির স্ত্রী)এই বলে ছাত্রীকে আসামির বসত ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর ছাত্রীর মা বাদি হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলার পর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে আজ বুধবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন।বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলার রায়ে অপরাধীদের বিষয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।ভোরের আকাশ//হর
সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনীর ফুলগাজীতে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী আলোচনা সভা।বুধবার (০৮ অক্টোবর) বিকালে ফুলগাজীর একটি রেস্টুরেন্টে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।আলোচনার প্রতিপাদ্য ছিল— “একসাথে বলুন, মাদক নয় – জীবন হোক নির্মল। ”বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিদ শুভ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের জেলা সভাপতি জসিম ফরায়েজী।প্রধান অতিথি জসিম ফরায়েজী বলেন, “যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন সচেতন তরুণই পারে অন্য দশজনকে সচেতন করতে।”এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা শাখার সভাপতি এড.মোহাম্মদ শারীদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি সোহরাব হোসেন।তারা বলেন, মাদক আজ পরিবার, সমাজ ও জাতির জন্য সবচেয়ে বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষক, সমাজ ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সহ-সভাপতি রাহাত হোসেন চৌধুরী, আব্দুর রহিম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, ইশতিয়াক রসুল সানবিন, আজাদ হোসেন চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ডালিম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আদর পাটোয়ারী, সদস্য মুহাম্মদ জোবায়ের হোসেন, জিয়া উদ্দিন তুষার, মিতুল, জিদান'সহ প্রমুখ।আলোচনা সভায় মাদকের কুফল, শিক্ষার্থীদের প্রতি সচেতন বার্তা, এবং সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।ভোরের আকাশ//হর
নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে কলস হাতে নগর ভবন ঘেরাও করেছে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সংগঠনটির সদস্য ও সমর্থক নগর ভবনের সামনে এসে এ কর্মসূচি পালন করেন। শুরুতে তারা নগর ভবন ঘেরাও করে মানববন্ধন করেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট পাঁচ দফা দাবি তুলে ধরেন।জনভোগান্তি ছাড়া পরিকল্পিত উন্নয়ন, নারায়ণগঞ্জে মেট্রো রেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং গলাচিপা, জামতলা, মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবী জানান।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ নগরবাসী বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। ওয়াসার সরবরাহকৃত পানির সঙ্গে দুর্গন্ধ ও ময়লা মিশে থাকায় তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। একদিকে বিশুদ্ধ পানি পাচ্ছে না, অন্যদিকে সেই নোংরা পানির জন্যও বিল পরিশোধ করতে হচ্ছে নাগরিকদের। এটি অন্যায় ও অমানবিক।সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আমরা চাই সিটি করপোরেশন শুধু উন্নয়ন নয়, মানুষের পাশে থাকুক। প্রশাসক এখন বেশ গতিশীল, কিন্তু সব বিভাগে সেই গতি দরকার।” তিনি আরও বলেন, “দুই বছর ধরে টাকা দিয়ে ময়লা পানি খাচ্ছি। এই পানি দিয়ে হাত ধোয়া যায় না। তাই বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানির বিল বন্ধ রাখতে হবে।”খোরশেদ বলেন, নাগরিক ভোগান্তি কমিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া জরুরি। ঠিকাদারদের ধীরগতির কারণে দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দখল হয়ে গেছে, মানুষ হাঁটতে পারছে না। উন্নয়ন চলবে, কিন্তু সেটা যেন মাসের পর মাস ভোগান্তির কারণ না হয়।মেট্রো রেলের প্রয়োজনীয়তার কথা তুলে তিনি বলেন, “নারায়ণগঞ্জ এক রাস্তার শহর। এখানে সড়ক সম্প্রসারণ সম্ভব নয়। তাই আন্ডারগ্রাউন্ড বা ভার্টিক্যাল পরিবহন ব্যবস্থা, অর্থাৎ মেট্রো রেল এই শহরের জন্য অপরিহার্য।”ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন খোরশেদ। তিনি বলেন, “ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে নতুন গবেষণা দরকার। মশা কমেছে, কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এটা কি নতুন কোনো ভাইরাসের ইঙ্গিত তা খতিয়ে দেখা উচিত।”জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “আগে বৃষ্টি হলে পানি নেমে যেত, এখন সেটা থাকে। খালগুলো ভরাট হয়ে গেছে, পানি বের হতে পারছে না। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”খোরশেদ জানান, নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ প্রশাসনকে ১৫ দিনের সময় দিয়েছে। তিনি বলেন, “এই সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”মানববন্ধন শেষে সংগঠনের নেতারা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।ভোরের আকাশ//হ.র
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র আল-কুরআন অবমাননার প্রতিবাদে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ অক্টোবর) জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলামিন হোসাইন, বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমানসহ জেলার উলামা-মাশায়েখ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কুরআনের অবমাননার মতো জঘন্য কর্মকান্ড মুসলমানদের ধর্মীয় অনুভতিতে গভীর আঘাত হেনেছে। দেশের বিভিন্ন স্থানে এ ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। তারই ধারাবাহিকতায় পিরোজপুরেও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ মানুষ, কিন্তু ধর্ম নিয়ে কেউ কট‚ক্তি করলে বা অবমাননা করলে মুসলমানরা চুপ থাকতে পারে না। এই অপরাধের দৃষ্টান্তম‚লক শাস্তি নিশ্চিত করতে হবে।মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে শেষ হয়। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ