নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে সরকার ‘সচেতন ও উদ্বিগ্ন’ বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা অনেক সময় নকল বা ভুয়া কাগজপত্র দাখিল করি। পাশাপাশি ইরেগুলার মাইগ্রেশনের সংখ্যাও বেশি। এ কারণে আমাদের রেপুটেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভিসা পাওয়া জটিল হয়ে গেছে। আমাদের আগে ঘর গোছাতে হবে, তারপরই সমস্যার সমাধান হবে।”
তিনি আরও জানান, ভিসা নিয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে। বিশেষ করে উন্নত দেশগুলোর শিক্ষার্থী ভিসার বিষয়েও কাজ করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জার্মানিকে উল্লেখ করেন, যেখানে প্রতি বছর প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করে, অথচ দেশটির দূতাবাস মাত্র ২ হাজার ভিসা দিতে সক্ষম। “আমি জার্মান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি সংখ্যা কমপক্ষে ৯ হাজারে উন্নীত করার জন্য, যাতে পাকিস্তানের সমান সুযোগ দেওয়া হয়,” বলেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা সমস্যার এক অংশকে ভারতভিত্তিক দূতাবাসের সঙ্গে যুক্ত করে বলেন, “কিছু দূতাবাস, যা দিল্লি থেকে পরিচালিত হয়, সেখানে আবেদন প্রক্রিয়া তুলনামূলক কঠিন। এছাড়া পর্যাপ্ত ভিসাও দেওয়া হয় না।”
সমাধানের পদক্ষেপ হিসেবে তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে ভিসা আবেদনের স্থানে বৈচিত্র্য আনা হচ্ছে, যাতে তারা দিল্লির বাইরে থেকেও আবেদন করতে পারেন।
ভোরের আকাশ//হ.র