রাজধানী ঢাকার বাড্ডা এলাকার একটি বাসা থেকে মৌমিতা আক্তার মৌ (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।বাড্ডা থানা উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা এ তথ্য জানান।ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই বলেন, স্বামীর সঙ্গে কলহের জেরে ওই নারী নিজ কক্ষে কাঠের আঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে শান্তিবাগের বিএনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মৌমিতা পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশূরী এলাকার সেলিম হাওলাদারের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডার ময়নারবাগ হোসেন মার্কেট এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।ভোরের আকাশ/জাআ
২০ জুন ২০২৫ ০২:৪৯ পিএম
কবর দেওয়ার ২৫ বছর পরও ‘অক্ষত’ মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দাফন করার প্রায় ২৫ বছর পর একটি মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি জানা জানি হলে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।শনিবার (১৪ জুন) দুপরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদরাসার নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানা গেছে, সরকারি অর্থায়নে ফকিরেরহাট হাফিজিয়া আলিম মাদরাসার একটি ভবন নির্মাণ কাজ করার জন্য মাদরাসার মাঠের মাটি ভেকু (এস্কেভেটর) দিয়ে খনন কাজ শুরু হয়। এ সময় খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো লাশটি বের হয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে ফকিরের হাট এলাকার মসজিদের পাশে একটি কবরস্থানে দাফন করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ব্যক্তির নাম বাহের আলী। তিনি খারুয়ার পাড় গ্রামের আতিম শেখের ছেলে। আতিম শেখ ওই মাদরাসার জমি দাতা ছিলেন এবং তিনি ওই মাদরাসার দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ২৫ বছর আগে মারা গেলে মাদসার পেছনে তাকে দাফন করা হয়েছিল।এ বিষয়ে চিলমারী মডেল মসজিদের খতিব মামুনুর রশীদ বলেন, হাদিস ও নবী রাসূলদের ঐতিহাসিক ঘটনা থেকে জানা যায় যারা আল্লাহর প্রিয় বান্দা ও শহীদী মর্যাদা পায় তাদের লাশ অক্ষত অবস্থায় থাকে। এ ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কিছু রয়েছে। তবে অক্ষত থাকলেই শতভাগ প্রিয় বান্দা হবে সেটিও নিশ্চিত নয়। এ ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ০৯:০০ পিএম
নিখোঁজ শিশুর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাটাখালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু তানিয়ার (৮) মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেওয়ানতলা ব্রিজ এলাকায় বাঙালি নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, গতকাল বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখালি নদীর বিশপখইর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় তানিয়া। সে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের বিশপুকুর প্রামের তাজিনুর রহমানের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার বিকেলে কাটাখালি নদীর বিশপখইর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় তানিয়া। এরপর স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও মরদেহ না পেয়ে ফিরে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দেওয়ানতলা ব্রীজ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ভসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তানিয়ার পরিবারের কাছে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে এসে তার মরদেহ সনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিতুল ইসলাম বলেন, পানির স্রোতের কারণে মরদেহটি ঘটনাস্থলের ভাটির দিকে ভেসে যাওযায় গত বুধবার উদ্ধার সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে প্রায় ৮কিলোমিটার দূরে ভেসে উঠলে তার মরদেহ উদ্ধার করে তা পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১২ জুন ২০২৫ ০৭:৩০ পিএম
আমতলীর খালে মিললো কিশোরের মরদেহ
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (৮ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে। নিহত রিফাত পশ্চিম সোনাখালী গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত ছিলো। শনিবার পরিবারের অজান্তে মাছ ধরতে গিয়ে খালে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আরিফ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৯ জুন ২০২৫ ১১:২৭ এএম
কক্সবাজারে কটেজ থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের লাইট হাউস রিসোর্ট নামের একটি কটেজ (হোটেল) থেকে আব্দুল আলিম নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার সময় লাইট হাউস রিসোর্টের ২০৬নং কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কটেজ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে বিকেলে নিহত যুবককে অপহরণ করা হয়েছে এমন একটি সাধারণ ডায়েরি করে পরিবার। ঠিক কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, নিহত যুবকের পরিবারের কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। কটেজের ম্যানাজার ও কর্মচারীদের জিজ্ঞাসা করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ