ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের লকারে থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১০ কেজি গাঁজাসহ শাহিন আলম (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত শাহিন আলম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরবি ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসটি মহেশপুরের ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অফিসের সামনে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের লকারে রাখা প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত শাহিন আলম নামের কারবারিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পিরোজপুরের কাউখালীতে আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নুরে জান্নাত ফেরদৌসী,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী থানার এসআই মোঃ মাসুদ , কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যুথিকা কুন্ডু, কিশোরী সংগঠক সুজাতা কুণ্ড প্রমুখ।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।ভোরের আকাশ/মো.আ.
কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ব্র্যাক শিক্ষা কর্মসুচির আওতায় উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ আহমেদ, সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় অফিসার দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা জোবায়েদ হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসুচির রংপুর ডিভিশনাল ম্যানেজার শফিকুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক আব্দুল হাই, এলাকা ব্যবস্থাপক (দাবি) জান্নাতুল এমরান চৌধুরীসহ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ব্র্যাকের শিক্ষা কর্মসুচি আরও বেশি বেগবান হবে এই প্রত্যাশা করছি। শিক্ষার বিষয়ে উপজেলা প্রশাসন থেকে সবসময় সব ধরনের সহযোগিতা করা হবে।ভোরের আকাশ/মো.আ.
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা থেকে বড়ুয়াপাড়া হয়ে চৌধুরীহাট সংযোগ সড়কটি এখন চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগে পড়ছেন। বর্ষাকালে রাস্তাটি কাদামাটিতে ডুবে যায়, আর শুষ্ক মৌসুমে ধুলার ঝড়ে পথচলাচল প্রায় অচল হয়ে যায়।ছবি: ভোরের আকাশস্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগে প্রায় ৭৮০ মিটার রাস্তা কার্পেটিং করা হয়েছিল। কিন্তু সেটিও এখন উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর ঢেমশা, সিকদারবাড়ি, বড়ুয়াপাড়া ও চৌধুরী হাট, মরিচ্চাপাড়া এলাকার বাসিন্দারা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীরা এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। স্থানীয়রা জানান, প্রতিদিনের যাতায়াতে তাদের নিরাপত্তা ও সময় উভয়ই সংকটে পড়ে।ছবি: ভোরের আকাশস্থানীয় বাসিন্দা মোস্তাফিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রবাস থেকে দেশে ফিরেছি আট বছর হলো। যাওয়ার আগে যেমন অবস্থা দেখেছিলাম, এখনো ঠিক তেমনই আছে। কোনো উন্নয়ন হয়নি বললেই চলে। ভোটের সময় জনপ্রতিনিধিরা আসেন নানা প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু নির্বাচন শেষ হলেই আর খোঁজ রাখেন না। বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলা— এভাবেই সারাবছর ভোগান্তিতে দিন কাটাচ্ছি আমরা।”সিএনজি চালক সেলিম উদ্দিন অভিযোগ করে বলেন, “ঢেমশা বড়ুয়াপাড়া রোডে প্রায় ১৫ বছর ধরে গাড়ি চালাচ্ছি। দীর্ঘদিন ধরে এই রাস্তাটির বেহাল দশা সংস্কারের অভাবে একই রকম আছে। গর্ত, ধুলাবালি আর কাদা— প্রতিদিনের যাতায়াতই আমাদের জন্য এক কঠিন সংগ্রাম। বিশেষ করে রোগী কিংবা জরুরি কাজে লোকজন নিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি সমস্যা হয়। এতদিন এই কষ্টের কারণে আমার কোমরেও ব্যথা ধরেছে। আমরা চাই, দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক, যেন সাধারণ মানুষও নিরাপদে চলাচল করতে পারে।”ছবি: ভোরের আকাশএ বিষয়ে সাতকানিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী সবুজ কুমার দে বলেন,“রাস্তাটি আমরা পরিদর্শন করেছি এবং তালিকাভুক্ত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।”স্থানীয়দের প্রত্যাশা, বহু প্রতীক্ষিত এই সড়কের সংস্কার কাজ শিগগিরই শুরু হবে— যাতে করে তারা আবারও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।ভোরের আকাশ/তা.কা
সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটির (নসিমন) ধাক্কায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করেন।নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।স্থানীয়রা জানায়, সকালে গরু বোঝাই একটি একটি ভডভডি তাড়াশ উপজেলার নওঁগা হাটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলো। ভডভডি উলিপুর ব্রিজ এলাকায় পৌছলে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।তাড়াশ থানা পুলিশের ওসি জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।তবে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/তা.কা