পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ০৩:১৬ পিএম
ছবি : ভোরের আকাশ
পিরোজপুরের কাউখালীতে আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নুরে জান্নাত ফেরদৌসী,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী থানার এসআই মোঃ মাসুদ , কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যুথিকা কুন্ডু, কিশোরী সংগঠক সুজাতা কুণ্ড প্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভোরের আকাশ/মো.আ.