পিরোজপুরে প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৮:৪২ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের কাউখালীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ যৌথভাবে উপজেলার বিভিন্ন নদী নালা ও খালে অভিযান পরিচালনা করে চিড়াপাড়া নদী ও খাল থেকে পাঁচটি চায়না দুয়ারী জাল, দশটি চরগরা ও একটি সুতার জাল জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা।
অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার নির্দেশে জনসম্মুখে অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
ভোরের আকাশ/জাআ