জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকার আশুলিয়ায় গুলি করে রাসেল গাজী (২৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।এদিন পলককে আদালতে উপস্থিত করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের ওপর শুনানি শেষে গ্রেফতার দেখানো আদেশ দেন বিচারক। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন রাসেল গাজী। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাসেল গাজী আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পতির সন্তান।গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্ট ২০২৪ সালে পলক ও ২৫ আগস্ট ইনুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।ভোরের আকাশ/এসএইচ
২৪ জুলাই ২০২৫ ১২:৪২ পিএম
গোপালগঞ্জে নিরীহ মানুষদের হযরানি ও গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরীহ সাধারণ মানুষ হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। রোববার (২০ জুলাই) বিকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের কাছে হয় রানির বিষয়টি তুলে ধরেন।এস এম মহিউদ্দিন বলেন, গত বুধবার (১৬ জুলাই) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাঁধা সৃষ্টি করে।এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১ শ' ৫৫ জুনের নাম উল্লেখ ও ১হাজার ৫শ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলায় উপজেলা সাধারণ মানুষকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামীই সাধারণ মানুষ। অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত নেই। তা হলে কি ভাবে? কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামী করা হলো?পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন।কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে।আপনারা এই ফুটেজ দেখে আসামি করে গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু আপনার তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি আরো বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনারা যদি সেই মানুষদের হয়রানি করেন তা হলে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে এর প্রতিরোধ করবো।এ ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যম কর্মীদের বলেন, জেলা আইন শৃঙ্খলার সভায় পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরাপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানী না করার নির্দেশনা দেয়া হয়েছে।এ ছাড়াও সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহবায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২১ জুলাই ২০২৫ ১০:২৫ এএম
গোপালগঞ্জে চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উল্লেখসহ মোট ৩ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজন।গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ায় গাড়ি ভাঙচুর, আগুন লাগানো ও রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় আরও একটি মামলা হয়েছে।শুক্রবার রাতে থানার উপপরিদর্শক শামীম আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ নিয়ে জেলায় মোট চারটি মামলায় ৩৫৮ জনের নাম উল্লেখ করে তিন হাজার ৮ জনকে আসামি করা হলো। গত ১৬ জুলাই থেকে ১৯ জুলাই দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার পাঁচটি থানার তথ্য অনুযায়ী, সদর থানায় নতুন ৪৪ জনসহ মোট ৯২, কাশিয়ানীতে ৩৩ জনসহ ৭৭, মুকসুদপুরে ২২ জনসহ ৮৮, টুঙ্গিপাড়ায় ১০ জনসহ ২৭ এবং কোটালীপাড়ায় ১০ জনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে কার্যক্রমে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় এনসিপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।ভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ১২:৫৪ পিএম
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় চাপাতিসহ গ্রেপ্তার ৩
রাজধানীর শ্যামলীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে সম্প্রতি; ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। ভাইরাল সেই ঘটনায় জড়িত তিনজনকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেফতার করলো। গ্রেফতাররা হলেন- আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারালো অস্ত্র হাতে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক যুবকের কাছ থেকে তার মানিব্যাগ ও কাঁধের ব্যাগ ছাড়াও মোবাইল ফোন এমনকি তার গায়ে থাকা পোশাক ও জুতাও খুলে নিয়ে যেতে দেখা যায়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। গত ১১ জুলাই ভোর ৬টার দিকে শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে।ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওইদিন ভোরের দিকে কাজি অফিসের সামনের রাস্তা দিয়ে ছাতা হাতে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। ওই সময় হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন তিনজন। ভিডিওতে তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। সেটি দিয়েই ভুক্তভোগীকে জিম্মি করে ভয় দেখান তারা।ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, দুইজন ছিনতাইকারী হেলমেট পরিহিত অবস্থায় থাকলেও একজন খালি গায়ে ছিলেন। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগী যুবকের কাছ থেকে শুধু টাকা-পয়সা ও মোবাইল ফোনই নয়; তার পরনে থাকা জামা ও পায়ের জুতাও খুলে নেয়। পরবর্তীতে আবারও মোটরসাইকেলে করে দ্রুতই তারা পালিয়ে যান।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুলাই ২০২৫ ০৩:৪৫ পিএম
গাইবান্ধায় ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুরে ২২০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামে একজন ‘চিহ্নিত কারবারিকে’ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার উপ-পরিচালক শাহ্ নেওয়াজ। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক শেখ ওই গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আব্দুর রাজ্জাক শেখ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবাসহ ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৫ জুলাই ২০২৫ ০২:২০ পিএম
ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেফতার
মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে ইট, কংক্রিট ও পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।এর আগে, রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।পারিবারিক সূত্র জানায়, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।ভোরের আকাশ/এসএইচ
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান।তিনি বলেন, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেফতার করেছে।উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহার এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের শাস্তির দাবি জানান।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুলাই ২০২৫ ০৪:১২ পিএম
গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক-মাদক ও চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মহোতাসিম ফুয়াদ হৃদয় গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকার মাহাবুবার রহমানের ছেলে। হৃদয় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ৭ টি মামলা রয়েছে। তাকে ধরতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ সাত মামলার আসামী। আজ রবিবার দুপুরে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুলাই ২০২৫ ০৩:৫৭ পিএম
রাজবাড়ী-মধুখালী অঞ্চলের প্রধান ‘ইয়াবা সরবরাহকারী’ গ্রেপ্তার
রাজবাড়ী-মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত ইসহাক শেখকে (২৭) ফরিদপুর সেনা ক্যাম্প ও মধুখালী থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইসহাক দীর্ঘদিন ধরে মাদকের সক্রিয় সরবরাহকারী হিসেবে প্রশাসনের নজরে থাকলেও বারবার অভিযানে ব্যর্থ হওয়ায় সে পলাতক ছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে তথ্য আসে যে, মধুখালীর বিল আরালিয়া বাজার এলাকায় ইসহাক শেখ অবস্থান করছে এবং ইয়াবা লেনদেনে সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং মধুখালী থানার পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ইসহাক শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশিতে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে জানা যায়, ইসহাক শেখ দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহের প্রধান হিসেবে কাজ করছিল। প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালালেও প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।আটক ইসহাক শেখ এবং জব্দকৃত মাদকদ্রব্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/আজাসা
১২ জুলাই ২০২৫ ১০:৪৯ এএম
গাইবান্ধায় হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার
গাইবান্ধায় হত্যা মামলার মূল আসামী সফিউল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।বুধবার (৯ জুলাই) বিকাল ৫টার দিকে র্যাব- ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সফিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার মৃত তনছের আলীর ছেলে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হত্যা মামলার মূল আসামী।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকার এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন হত্যাকন্ডের শিকার খোকন। এরই এক পর্যায়ে ২০২৩ সালের ১৩ মে ইট ভাটার সদ্দার আলম খোকনের স্ত্রীকে মোবাইল ফোনে জানান তার স্বামী বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই গ্রামের (বোট ঘাট) এলাকার বুড়িগঙ্গা নদীর পানিতে খোকনের লাশ ভেসে থাকতে দেখতে পান তার পরিবার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও অপমৃত্যু মামলা রুজু করা হয়। পরে ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধ জনিত কারণে খোকনের মৃত্যু হয়েছে জানা যায়। এরপর খোকনের স্ত্রী বুলবুলি বেগম (৩৮) বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় (৮ জুলাই) রাতে সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব- ১৩, রংপুর অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে ওই মামলার মূল আসামী সফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১০ জুলাই ২০২৫ ১২:৪৫ এএম
মুনাফার প্রলোভনে টাকা আত্মসাৎ: দুই নাইজেরিয়ানসহ গ্রেপ্তার ৩
বিদেশি বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।রোববার (৬ জুলাই) রাতে ও সোমবার দিনে পৃথক অভিযান চালিয়ে ২ জন নাইজেরিয়ান নাগরিক ও একজন বাংলাদেশি নারী সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-১। গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিকরা হলেন- ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল। এছাড়া গ্রেপ্তার বাংলাদেশি নারীর নাম সুইটি আক্তার। তাদের কাছে দুটি ল্যাপটপ, ১০টি মোবাইল, একটি ট্যাব ও একটি হার্ড ড্রাইভ পাওয়া গেছে।সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জাহিদুল করিম বলেন, এসব ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করতেন। বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম মানের ব্যবসায়ীদের কাছ থেকে চক্রটি বিভিন্ন দফায় অর্থ আত্মসাৎ করেছে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি প্রতারণার ফাঁদও তৈরি করত।তিনি বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন বিদেশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নম্বর ধরে অনুসন্ধান চালিয়ে চক্রটিতে নাইজেরিয়ার কিছু নাগরিকের জড়িত থাকার বিষয়টি ‘নিশ্চিত’ হওয়া যায়।র্যাব বলছে, চক্রের সদস্যরা মেয়েদের ব্যবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ‘ক্যাশ ইন’ ‘ক্যাশ আউটের’ মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বাস অর্জনের জন্য এদের মধ্যে থেকে একজন বিত্তবান বিদেশি নাগরিক সাজেন। ফেইসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে তারা প্রতারণা করে।ভোরের আকাম/এসএইচ