শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৭:৪৬ পিএম
ছবি: ভোরের আকাশ
মাদারীপুরের শিবচরে এক সংবাদকর্মীর বাসায় তালার লক ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এসময় তার পাশের ফ্লাটের ভাড়াটিয়া ব্যবসায়ী মুঞ্জুরুল ইসলামের বাসায়ও চুরি হয়। এ ঘটনায় ২৫ হাজার টাকা ও ১২ ভরি স্বর্নালঙ্কার খোয়া গেছে।
ভুক্তভোগী সংবাদ কর্মীর নাম অপূর্ব দাস অপু। তিনি মাইটিভির শিবচর উপজেলার সাবেক প্রতিনিধি। বর্তমানে একটি অনলাইন নিউজ পৌর্টালে কর্মরত। আর মঞ্জুরুল ইসলাম শিবচর বাজারের হার্ডওয়ার ব্যবসা করছেন।
বুধবার (০৮ অক্টোবর) সকালে পৌর এলাকার কলেজ মোড় সংলগ্ন তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে চুরির সময় তারা দুই ভুক্তভোগী বাসায় ছিলেন না।
ভুক্তভোগী সাংবাদিক অপূর্ব দাস অপু মুঠোফোনে জানান, গত ১৫ দিন যাবত তিনি স্ত্রী ও সন্তানসহ ভারতে অবস্থান করছে। সকালে তার প্রতিবেশী মুঞ্জুরুল ইসলাম তাকে কল করেন এবং তাদের দুই ঘরের দরজার তালা ভাঙ্গা ও ঘরের মালামাল এলোমেলো রয়েছে বলে জানান। খবর পেয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নিরবকে বাসায় পাঠান। নিরব বাসায় গিয়ে দেখেন দরজার লক ভাঙা। ঘরের জিনিসপত্র এলোমেলো।
পরে তার রেখে যাওয়া প্রায় ৭ ভরি স্বর্নালঙ্কার খুজলে তা পাননি। বাসার ভাড়াটিয়া মঞ্জুরুল আলম বলেন, গতকাল আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যাই। আজ দুপুরে বাসায় এসে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। পরে ঘরের ভিতরে গিয়ে দেখি আলমারী ও ওয়ারের তালা ভাঙ্গা। চোর চক্র আলমারির মধ্যে থাকা আমাদের ৫ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন দ্রুত এদের খুঁজে আইনের আওতায় আনেন।
মঞ্জরুল ইসলাম আরও জানান, এই বাসায় বছরখানেক আগেও পাশের ফ্ল্যাটে চুরি হয়েছে। তিনি বিষয়টি নিকটস্থ থানাকে জানিয়েও কোন উপকার পাননি।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/জাআ