মাদারীপুরের শিবচরের নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে ৭০০ মিটার পাইপ বিনষ্ট ও দুইটি ড্রাম ট্রাক ও নসিমনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত শিবচরের আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এর নেতৃত্ব উপজেলার সহকারী কমিশনার শাইখা সুলতানা, থানা পুলিশ, নৌ পুলিশ ও সেনাবাহিনীও শিবচর পৌরসভার কর্মচারীগন অংশ নেয়।জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবচরের আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদীর বিভিন্ন অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র। রবিবার বালু উত্তোলনের খবর পেয়ে আড়িয়াল খাঁ নদী সংলগ্ন উতরাইল ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ মিটার পাইপ বিনস্ট, যাদুয়ারচর ও স্বাস্থ কলোনী এলাকার ময়নাকাটা নদীতে অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজারের ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। একই সময় ২টি ড্রাম ট্রাক ও ১টি অবৈধ নাসিমনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৩টি মামলায় মোট ৪৫০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ড্রেজার গুলোকে অকার্যকর করণের স্বার্থে ১০টি ব্যাটারি ও আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে যা বিধি মোতাবেক বিলি বন্দেজ করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, আমরা এর আগেও অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জেলা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।ভোরের আকাশ/জাআ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৮ পিএম
মাদক ও সন্ত্রাস নির্মূলে শিবচরে জিরো টলারেন্স ঘোষণা
মাদারীপুরের শিবচরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার এবং পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান চলছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বুধবার (১৩ আগস্ট) সকালে শিবচরের নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।এর আগে তিনি সংক্ষিপ্ত সফরে শিবচর থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পরীক্ষা করেন এবং অফিসার ও ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার ঘুরে দেখেন এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করে আগত সেবা প্রার্থীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় তিনি থানায় একটি মাল্টা গাছের চারা রোপণ করেন।পরে ডিআইজি শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা পুরো সফরজুড়ে তাঁর সঙ্গে ছিলেন।ভোরের আকাশ/জাআ
১৩ আগস্ট ২০২৫ ০৫:১৪ পিএম
ভ্যান চালককে হত্যা করে মাটি চাপা দেওয়ার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
মাদারীপুরের শিবচরে অটোভ্যান চালক মিজান শেখকে (৪৫) হত্যার পর মাটি চাপা দিয়ে ভ্যান চুরির ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মিজান শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে।গ্রেপ্তার আসামিরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার নওডোবা ইউনিয়নের উমেদ আলী গোমস্তাকান্দি গ্রামের হাসেম শেখের ছেলে শামীম শেখ ওরফে নুরুল আমিন (৩৫), মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি গ্রামের মৃত তারা মিয়া হাওলাদারের ছেলে হুমায়ন হাওলাদার (৩৯), একই উপজেলার পাচ্চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের আব্দুল হক চোকদারের ছেলে লিটন চোকদার (৩৪) ও নমুকান্দি (কাঠালবাড়ী) গ্রামের মৃত শামসুল হক মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বর (৩৮)। তাদের কাছ থেকে নিহত মিজানের মোবাইল ফোন ও মানিব্যাগসহ নগদ ৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাতে ভাঙ্গাড়ি মালামাল পরিবহনের কথা বলে মিজানকে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে নিয়ে যায়। পরে পরিত্যক্ত একটি ঘরে তাকে আটকে রেখে হাত-পা বেধে অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে আসামিরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মিজানকে হত্যা করে। এরপর মরদেহটি গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে মাটি চাপা দেওয়া হয়। এদিকে মিজানের সন্ধান না পেয়ে গত ১ আগষ্ট শিবচর থানায় নিখোঁজ জিডি করেন তার স্ত্রী মোসাঃ রাহিমুন।আরও জানা যায়, গতকাল (১১ আগষ্ট) রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে এবং মাদারীপুর র্যাব-৮ এর প্রত্যক্ষ সহায়তায় নুরুল আমিনকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন লালন শাহ (লালন ফকির) এর মাজার থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকাসহ মানিব্যাগ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার দেখানো মতে আজ (১২ আগষ্ট) ১২ দিন পর শিকদার কান্দির একটি বাড়ি থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় মিজানের মরদেহ উদ্ধার করে এবং আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, অটোভ্যান চালক মিজান হত্যা ঘটনায় এজাহার নামীয় ৫ জন আসামি রয়েছে। এর মধ্যে ৪ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে অটোভ্যানটি এখনো উদ্ধার হয়নি। এছাড়া এই মামলায় আরও কিছু অজ্ঞাতনামা আসামি রয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আসা করি দ্রুতই সকল আসামিদের গ্রেপ্তার ও ভ্যানটি উদ্ধার করতে পারবো।উল্লেখ্য, প্রতিদিনের মতো গত ৩১ জুলাই সকালে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। কিন্তু রাতে আর বাড়ি ফিরে না আসায় ও খোজাখুজি করেও সন্ধান না পাওয়ায় পরেরদিন (১ আগষ্ট) বাদি হয়ে শিবচর থানায় জিডি করেন মিজানের স্ত্রী মোসাঃ রাহিমুন। একপর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিনকে গ্রেপ্তার করলে তার জবানবন্দিতে জানা যায়, ভ্যান চুরির জন্য পরিকল্পিতভাবে মিজানকে হত্যার করে মাটি চাপা দেওয়া হয়েছে এবং ভ্যানটি শরীয়তপুর নিয়ে মাত্র ২৭ হাজার টাকায় বিক্রি করে টাকাগুলো ভাগবাটোয়ারা করে নিয়েছে হত্যাকারীরা। এরপর থেকে বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছে তারা।ভোরের আকাশ/জাআ
১২ আগস্ট ২০২৫ ১১:১৫ পিএম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন
গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিবচর ৭১ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, জামায়াতে ইসলামের বায়তুল মাল সম্পাদক অলি উল্লাহ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ প্রতিনিধি সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুল ইসলাম, এশিয়া টেলিভিশনের প্রতিনিধি রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো.শাহিন মিয়া, দৈনিক হুংকারের প্রতিনিধি মেহেরাব হোসেন, আমার বার্তার মাল্টিমিডিয়া ও লাল সবুজের দেশ প্রিন্ট প্রতিনিধি মোঃ রিয়াজ রহমান, দৈনিক ঘোষণার প্রতিনিধি সালমান রহমান, এস টিভি কামাল, গ্লোবাল টিভি’র এম এ কাইয়ুম, দৈনিক প্রভাতের হাসানাত আকাশ ও শিবচরের কর্মরত অন্যান্য সাংবাদিবৃন্দ।আয়োজকরা জানান, গাজীপুরে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও উদ্বেগের বিষয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।ভোরের আকাশ/জাআ
১০ আগস্ট ২০২৫ ০৭:৫৫ পিএম
শিবচরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরে শিবচরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মমিন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাসটি আটক করে।নিহত মো. মমিন খান শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা জাহেদ আলীর মুন্সী কান্দি এলাকার মৃত সোনা মদ্দিন খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্দরখোলা এলাকায় রাস্তা পার হতে থাকেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশের পরিদর্শক মো. মিজু আহমেদের নেতৃত্ব পুলিশের একটি দল তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/মো.আ.
০৮ আগস্ট ২০২৫ ০৩:০৫ পিএম
শিবচরে পবিত্র কুরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরের শিবচরের মুন্সী বাজার এলাকার আডিয়াল ইসলামী স্কুল ও ক্যাডেট মাদরাসায় ছাত্র ছাত্রীদের কুরআন শরীফ সবক ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।শনিবার (২ আগস্ট) সকাল ১০ টার সময় উক্ত মাদরাসা পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মাদরাসায় এই কুরআন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে মুফতী রাকিবুল ইসলাম ওসামান (মুহতামিম,পাঁচ্চর ক্যাডেট মাদরাসা) উপস্থিত থেকে মাদরাসার সকল ছাত্র ছাত্রীদের কুরআন শরীফ সবক প্রধান করান।জানা গেছে, মাদরাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে কুরআন শরীফ শিক্ষা ও অংক, ইংরেজি সহ সকল শিক্ষা পাঠদান করানো হয়। মাদরাসায় মোট ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। মাদরাসাটি গত ২৪ সালের মে মাসে চালু হলেও সল্প সময়ে অনেক সুনাম কুড়াতে সক্ষম হয়েছে।ছোট ছোট কোমলমতি শিশুরা প্লে থেকে সপ্তম শেনী পর্যন্ত পড়াশোনার সুযোগ সুবিধা পাবে বলে শিক্ষকরা বিষয়টি অবগত করেছেন। সামনে এই স্কুলটি কলেজ শাখা খোলার ও চিন্তা করবেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানায়, আমরা এখানে ছাত্র-ছাত্রীদের আরবি শিক্ষাসহ স্কুলের সকল বিষয় শিক্ষা দিয়ে থাকি। আশা করি আগামীতে এখান থেকে একটি সুন্দর ফলাফল আসবে।অভিভাবকরা বলেন, আমাদের এই অঞ্চলটি একটি চরাঞ্চল এলাকা। তাই অনেক দূরে গিয়ে নামি-দামি স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে অনেক খরচ হয়। এই আইডিয়াল স্কুলটি এখানে হওয়ার ফলে সল্প খরচে ভালো পরিবেশে আরবি লাইন সহ স্কুলের সকল বিষয় এখান থেকে আমাদের ছেলে মেয়েরা পাবে বলে মনে করছি।শিক্ষার্থীরা জানিয়েছেন, এই স্কুলটিতে খুব সুন্দর পরিবেশে কুরআন শরীফ সবক শিক্ষা সহ স্কুলের সকল বিষয় শিক্ষা দিয়ে থাকে। এতে আমরা সবাই খুশি। কুরআন শরীফ সবক শেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।ভোরের আকাশ/জাআ
০২ আগস্ট ২০২৫ ০৮:৩৩ পিএম
শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ
মাদারীপুরের শিবচরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে (২০২২ ও ২০২৩) সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ।শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসারের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও শিবচর উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক, কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুজ্জামান ও শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদ হোসেন।অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী মোট ৪০ জন শিক্ষার্থীকে কলেজ পর্যায়ে ২৫ হাজার ও মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা করে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। পাশাপাশি, তারা দেশের গর্ব হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।ভোরের আকাশ/জাআ
২৯ জুলাই ২০২৫ ০৯:০৭ পিএম
শিবচরে কিশোররা ঝুঁকছে মাদক বিক্রিতে
মাদারীপুরের শিবচরে ভয়াবহভাবে বেড়ে চলেছে কিশোরদের মাঝে মাদক সেবন ও বিক্রির প্রবণতা। বিশেষ করে ইয়াবার সহজলভ্যতা ও সস্তা দামে পাওয়ার সুযোগে উঠতি বয়সের অনেক কিশোর আজ মাদক ব্যবসার অংশ হয়ে উঠছে।শিবচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ইয়াবা রমরমা কেনাবেচা।শুরুর দিকে শখের বশে কেউ কেউ ইয়াবা সেবন শুরু করলেও পরবর্তীতে নেশার টাকার জোগান দিতে গিয়ে নিজেরাই মাদক বিক্রির পথ বেছে নিচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবি জানান, খুচরা বাজারে এক পিস ইয়াবা বিক্রি হয় ২৫০-৩০০ টাকায়। তবে যারা ইয়াবা পৌঁছে দেয়,সেই কিশোরদের কাছে তা দেওয়া হয় ২০০ টাকায়। দিনে মাত্র ১০ পিস বিক্রি করলেই তারা নিজের নেশার টাকা সংগ্রহ করতে পারছে।স্থানীয়দের অভিযোগ, মূল ডিলাররা নিজেরা আইনশৃঙ্খলা বাহিনীর ঝামেলা এড়াতে মাদক সরবরাহে এসব কিশোরদের ব্যবহার করছে। এতে একদিকে যেমন কিশোরদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, অন্যদিকে সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা।শিবচরে মাদক বিক্রি বেড়েই চলছে। উপজেলার অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অসংখ্য কিশোর মাদক বিক্রেতা। কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে চান না। পুলিশের হাতে আটক হলেও কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে ফের মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে তারা।স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মনে করেন, শিবচরে কিশোরদের এই ভয়ংকর ঝুঁকি থেকে রক্ষা করতে হলে প্রয়োজন আরও কঠোর মাদকবিরোধী অভিযান, সামাজিক সচেতনতা এবং অভিভাবকদের ভূমিকা।ভোরের আকাশ/এসএইচ
২৮ জুলাই ২০২৫ ০১:১৪ পিএম
শিবচরে শিশু অপহরণকারী এক নারী আটক
মাদারীপুর জেলার শিবচরের মুন্সি কাদিরপুর ইউনিয়নের ৯৬ নং সোনামিয়া মাদবরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফারহানা আক্তার (৫) নামের এক শিশুকে অপহরণের চেষ্টার সময় এক নারীকে আটক করেছে এলাকাবাসী।বুধবার (১৬ জুলাই) এ ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণ চেষ্টাকারী ইতি আক্তার নামের ঐ মহিলাকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক জানান, সকাল ৯টার দিকে ওই মহিলাকে বিদ্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়।এ সময় মহিলাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার মেয়ে ফারহানা আক্তার এই স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। পরে শিক্ষক জানান, প্রথম শ্রেণিতে ফারহানা নামে কোনো ছাত্রী নেই। এরপর মহিলাকে তাদের অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় লোকজনকে খবর দিলে তারা মহিলার হাতে বাচ্চাদের জুস ও অ্যান্টিবায়োটিকের প্যাকেট দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।আটককৃত ইতি আক্তার পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রাথমিক স্কুলগামী শিশুদের টার্গেট করে তাদের সঙ্গে থাকা স্বর্ণ চুরি করতেন। আজ কাদিরপুরে এই কাজ করতে গিয়ে তিনি এলাকাবাসীর রোষানলে পড়েন। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি আক্তার চুরির কথা স্বীকার করেন।তিনি জানান, তিনি শিশু অপহরণকারী নন, বরং বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুদের কান ও গলার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াই তার উদ্দেশ্য ছিল। এই ঘটনায় অভিভাবকরা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে শিবচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহার আলী (সুমন) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ নারী বিভিন্ন স্থানে গিয়ে শিশুদের স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ১০:১৮ পিএম
শিবচরে ময়নাকাটা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মাদারীপুরের শিবচর উপশহরের পূর্ব দিকে ময়নাকাটা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত ১০ টার দিকে শিবচর থানা পুলিশ লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। এনায়েত শেখ (৩৫) নামে একটি লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার পৌরসভার নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে বলে জানতে পারি।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ দিন যাবত নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার রাত দশটার দিকে ময়নাকাটা নদী থেকে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেছে।শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।শিবচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আজাহার আলী(সুমন) জানান, এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি তদন্ত করছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানায় তিনি।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুলাই ২০২৫ ১০:২৪ এএম
শিবচরে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শকের মতবিনিময় সভা
ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক ডিআইজি মো. রেজাউল করিম মল্লিকের শিবচর থানায় কর্মরত পুলিশ অফিসারদের সাথে শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন।বুধবার (২ জুলাই) সকাল ৯টায় শিবচরের সন্তান ও ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম মল্লিক এক গুরুত্বপূর্ণ সফরে মাদারীপুরের শিবচরে আসেন। এসময় তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তার প্রয়াত বাবার কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করেন।পরে ডিআইজি মল্লিক শিবচর থানায় কর্মরত সকল আইন-শৃঙ্খলা বাহিনীদের নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন, নাগরিক সেবা এবং থানার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।ডিআইজি মল্লিক শিবচরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।তিনি জানান, অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা ও ত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত এবং প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন।সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন ছোট ভাই ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মল্লিক।ডিআইজির এ সফর শিবচরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক তৎপরতা এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন আশার সঞ্চার করেছে বলে জানান স্থানীয়রা।ভোরের আকাশ/জাআ