শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ১০:২৪ এএম
সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচর উপশহরের পূর্ব দিকে ময়নাকাটা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত ১০ টার দিকে শিবচর থানা পুলিশ লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। এনায়েত শেখ (৩৫) নামে একটি লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার পৌরসভার নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে বলে জানতে পারি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ দিন যাবত নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার রাত দশটার দিকে ময়নাকাটা নদী থেকে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেছে।
শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আজাহার আলী(সুমন) জানান, এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি তদন্ত করছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানায় তিনি।
ভোরের আকাশ/এসএইচ