ব্রাহ্মণবাড়িয়ায় ২০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাইকৃত ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (১৫ জুন) দুপুরে পৌর শহরের সড়ক বাজার থেকে আটক করা হয় তাকে। মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনথাপুর এলাকার হিরণ মিয়ার ছেলে। স্বর্ণালংকারগুলো গত ১৩ জুন রাতে আখাউড়া পৌরশহরের দূর্গাপুর এলাকার টিপু মিয়ার বাড়ি থেকে চুরি হয়। আখাউড়া থানার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিপুর মিয়ার স্ত্রী শান্তা আক্তার ১৪ জুন সকালে আখাউড়া থানায় তার স্বামীর বাড়িতে চুরির বিষয়ে অভিযোগ দেয় যে, ১৩ জুন দুপুর ১টা থেকে ১৪ জুন সকাল ৮টা- এ সময়ের ভিতরে দূর্গাপুর গেইট সংলগ্ন টিপু মিয়ার বাড়ির দু'তলায় বাথরুমের অক্সিজেন এক্সস্ট বায়ুচলাচল ফ্যান ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি হয়। এরই প্রেক্ষিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন গোপন তথ্য পায় যে, এক ছেলে আখাউড়া সড়ক বাজারের স্বর্নের দোকানে কিছু স্বর্ন বিক্রির জন্য ঘোরাফেরা করছে।সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবস্থান নিয়ে ব্যাগসহ সন্দেহজনকভাবে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে স্বর্ণের চুরি, চেইন, টিকলী, কানের দুলসহ বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। যার পরিমাণ ২০ ভরি, ১৫ আনা ৩ রতি। এসময় নগদ ১ হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে।ভোরের আকাশ/এসএইচ
১৫ জুন ২০২৫ ০৬:৪৭ পিএম
মানিকগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বাইচাইল গ্রামে বাঁশঝাড়ের পাশে লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. স্বপন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপন মিয়া ওই এলাকার মো. রহম আলীর ছেলে।ডিবির ওসি মো. মোশাররফ হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ হাজার টাকা।”তিনি আরও বলেন, “গ্রেফতার যুবকের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে স্বপনের বিরুদ্ধে মাদক বেচাকেনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৫ জুন ২০২৫ ০৪:৫৬ পিএম
মানিকগঞ্জে হেরোইনসহ ২ যুবক আটক
মানিকগঞ্জে হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- সানি মিয়া দুর্জয় (২৩) ও বিজয় (২০)।মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার নবগ্রাম পূর্বপাড়া তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনার সময় দুর্জয় ও বিজয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হেরোইনের অনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ