মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৬:৫২ পিএম
ছবি: ভোরের আকাশ
“কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫।
দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর ২০২৫) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো এবং সভার কার্যক্রম সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তহমিনা আফরোজ কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের চলমান উদ্যোগগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল বলেন, “কন্যাশিশুরা যেন সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য সমাজের সর্বস্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তারা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”
আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ.ও. ডা. আবু আহসান, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, জামাতে ইসলামী মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, এবং ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
সভায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কন্যাশিশু, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে কন্যাশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে তাদের দেশের কল্যাণে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অংশগ্রহণকারী কন্যাশিশুদের মধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মাবিয়া সুলতানা এবং আর.এস.কে.এইচ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাসনিন আহমেদ ইরা উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই কন্যাশিশুদের নিরাপত্তা, মর্যাদা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জাআ