ছবি: ভোরের আকাশ
জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য "আমি কন্যাশিশু- স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"- শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী, মেডিকেল অফিসার ডাঃ তানিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন, পৃথিবীর সৌন্দর্য্য বৃদ্ধির জন্যেই নারী ও পুরুষের প্রয়োজন। আজকে বিভিন্ন অফিস আদালতে নারীরা এগিয়ে যাচ্ছে। কেননা তারা তাদের কর্ম দক্ষতা দিয়ে প্রমাণ করেছে তাদের সেই যোগ্যতা রয়েছে। আমরা এই দিবসের ভেতর দিয়ে সমগ্র জাতির চেতনায় নারী ও কন্যাশিশুকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, প্রশিক্ষণার্থীবৃন্দ, সরকারি ও বেসরকারী অফিসের বিভিন্ন নারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২২ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে।বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৮ অক্টোবর ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক পিএসসি'র পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উন্নতমানের ভারতীয় প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৬২ হাজার টাকা।উল্লেখ্য যে, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানী পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।ভোরের আকাশ/জাআ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলাদল নেত্রী অ্যাডভোকেট মমতাজ করিমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসার মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মহিলা দল আয়োজিত এই বিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম শ্রেণীর ঠিকাদার নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা সুলতানা অপু, হাওয়া বেগম, আশা আক্তার, ও কোহিনুর বেগম প্রমুখ।বক্তারা, সুলতান সালাউদ্দিন টুকুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করেন। মতবিনিময় সভায় প্রতিটি কর্মীকে একজন করে সুলতান হয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। মত বিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার মহিলা ভোটার অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ
সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ।তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। উদ্ধার কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন শ্রীপুর এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। নিহত মোজাম্মেল হকের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।ভোরের আকাশ/জাআ
বাগেরহাটের চিতলমারী উপজেলারর খিলিগাতী গ্রামে হিন্দু পরিবারে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ডাকাতির ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রফেসর মুকুলেশ ঢালী জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আমার স্ত্রী শিক্ষিকা কাকলি ঢালী বাথরুমে যায়। সেই পথ দিয়ে ডাকাত দলের সদস্য ঘরে প্রবেশ করে অন্যদের কৌশলে ঘরের ভিতরে ঢুকায়। এক পর্যায়ে আমার স্ত্রীকে তারা শারীরিক নির্যাতন করে। আমি টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে, ডাকাতরা আমাকেও মারপিট করে। তখন তারা আমি সহ আমার স্ত্রী, বৃদ্ধ মাকে এক রুমে হাত পা মুখ বেঁধে নির্যাতন চালায় ও ঘরের আলমারি শোকেস ভেঙ্গে তছনছ করে ৮ ভরি স্বর্ণ, নগদ টাকা নিয়ে ডাকাত দল চলে যায়। ডাকাত দল চলে যাবার পর আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমাদের উদ্ধার করে। ভোরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল আমাদের বাড়িতে আসেন।এ বিষয়ে চিতলমারী থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম জানান, এটা একটা চুরির ঘটনার মত। আমি ঘটনাস্হল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।ভোরের আকাশ/জাআ