টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর ব্যানারে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, রাসেদুল ইসলাম বাবু, সোলমান কবির, বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, রাসেল আহমেদ, উজ্জ্বল শেখ, মামুন দেওয়ান, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন মিনার, ফাইজুল ইসলাম পলাশ, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সাদ্দাম প্রমুখ।ভোরের আকাশ/মো.আ.
১৯ আগস্ট ২০২৫ ০৩:২৩ পিএম
শ্রীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"-এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে পোনামাছের অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। আগে এক বর্নাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আতাহার শাকিল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশ্রাফ উদ্দিন, কৃষি কর্মকর্তা সুমাইয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা শেষে সেরা মৎস চাষী আবু তালেব, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিউ হোপ ও পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান নারিশ হ্যাচারীকে পুরস্কৃত করা হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।অনুষ্ঠানে ১৮ থেকে ২৪ আগস্ট উন্মুক্ত জলাশয় থেকে কোন প্রকার মাছ না ধরার জন্য সকলকে অনুরোধ করা হয়।ভোরের আকাশ/জাআ
১৮ আগস্ট ২০২৫ ০৪:৩১ পিএম
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে র্যালি ও মানববন্ধন
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিড়ি শ্রমিকদের উদ্যোগে ও ভেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুবাল পূয়র-ডরপ-এর সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুবাল পূয়র-ডরপ-এর প্রোগামার জেবা আফরোফা, জেলা বিড়ি শ্রমিকের সভাপতি নামজুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা নীল রঙের টি-শার্ট পরে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।এ সময় বক্তারা বলেন, তামাকপণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপন বন্ধ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। এ সময় তারা ছয় দফা দাবী তুলে ধরেন। তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।এর আগে, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি র্যালি বের করা হয়।ভোরের আকাশ/এসএইচ