গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৮:২৪ পিএম
ছবি: ভোরের আকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আবু হানিফ খন্দকারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, পরিবহন দপ্তরের পরিচালক মোসলেম উদ্দিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মিয়া হোসেন রানা, মোস্তাক আহমদ, মিয়াজ উদ্দিন, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ মরহুম আবু হানিফ খন্দকারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আবু হানিফ খন্দকার কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর মারা যান।
ভোরের আকাশ/এসএইচ