বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১১:৫৭ পিএম
বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে অপমান করা হচ্ছে: মুখ খুললেন মেহজাবীন
চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে। তিনি বলছেন, বিকৃত ও ভুয়া ছবি ও ভিডিওর মাধ্যমে নারীদের, বিশেষ করে তারকাদের, যেভাবে হেয় করা হচ্ছে—তা কোনোভাবেই মেনে নেওয়ার নয়।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘‘প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি কোণে পৌঁছে গেছে। এর ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি এর নেতিবাচক দিক এখন আর অস্বীকার করার উপায় নেই।’’
এআই প্রযুক্তির অপব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘এখনকার যুগে এআই সবচেয়ে শক্তিশালী টুল। কিন্তু যখন তা ভুল মানুষের হাতে পড়ে, তখন সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেকে এখন সেলিব্রিটিদের ছবি বিকৃত করে কিংবা ভিডিও এডিট করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। যারা এগুলো বুঝতে পারে না, তারা সেটা বিশ্বাস করে, মন্তব্য করে, এমনকি অপমান করে বসে।’’
মেহজাবীন এটিকে সরাসরি অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘‘এই বিভ্রান্তিকর কাজগুলো শুধু অনৈতিকই নয়, বরং এক ধরনের ডিজিটাল সহিংসতা। ব্যক্তি স্বাধীনতা, গোপনীয়তা লঙ্ঘন—সবই এতে জড়িয়ে আছে। যেসব মানুষ এই কাজ করে, তারা দিনভর এসব অপকর্মেই লিপ্ত থাকে। ভুল তথ্য ছড়ানো, মানুষকে ছোট করা যেন তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে।’’
এই পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘‘এআই প্রযুক্তিকে আমরা বন্ধ করতে পারব না, কিন্তু এর অপব্যবহার রোধে আমাদের শক্ত আইন দরকার, দরকার কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। যারা এসব করে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।’’
পোস্টের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘আমি বিশ্বাস করি, অচিরেই আমাদের দেশে এমন আইন ও নীতিমালা প্রণয়ন হবে, যা নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।’’
ভোরের আকাশ/হ.র