বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০১:০৭ এএম
নাটক নির্মাণ মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরা গ্রহণের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে আদালতে হাজির হননি চয়নিকা চৌধুরী। তার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে জামিন বাতিল করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ২৪ আগস্ট ‘জীবন সুন্দর হোক’ নামক নাটক নির্মাণের জন্য চয়নিকার সঙ্গে একটি চুক্তি করেন প্রযোজক রিয়াজ। চুক্তি অনুযায়ী তিনি নির্মাতাকে ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। পরে ৩০ অক্টোবর সমপরিমাণ টাকার একটি চেক দেন চয়নিকা।
তবে নাটক নির্মিত না হওয়ায় এবং চেকটি একাধিকবার ব্যাংকে জমা দিয়েও নগদায়ন না হওয়ায়, রিয়াজ ২০১৩ সালের ১৪ মে চয়নিকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
২০১৪ সালের ২ জুন চয়নিকা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মামলাটি একই বছরের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর হয় এবং ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
বাদী পক্ষের অভিযোগ, চয়নিকা চুক্তি লঙ্ঘন করে নাটক নির্মাণ না করায় এবং টাকা ফেরত না দিয়ে প্রতারণা করেছেন।
ভোরের আকাশ//হ.র