বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ০২:১৫ এএম
বাংলাদেশে মুক্তির আবেদন পেল ‘ধূমকেতু’
দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর অবশেষে কলকাতায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’। শুক্রবার (১৪ আগস্ট) মুক্তির পর থেকেই দর্শকদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে হল কর্তৃপক্ষকে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছিল ছবিটি।
এবার সেই সিনেমা বাংলাদেশেও মুক্তির দাবি উঠেছে। এ নিয়ে ভারতের প্রযোজক রানা সরকার সামাজিক মাধ্যমে বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন—
“বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অসংখ্য সিনেমাপ্রেমীর ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের এই আবেদন মঞ্জুর করবেন বলে আশা করছি।”
শুধু তাই নয়, তিনি বাংলাদেশের ভক্তদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন যেন তারাও সরকারের কাছে ছবিটি মুক্তির দাবি জানান।
দীর্ঘ সময় ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনের কারণে একসঙ্গে কাজ না করলেও দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা এতটুকু কমেনি। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করা এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’ ও ‘পরাণ যায় জ্বলিয়া রে’–এর মতো একাধিক সুপারহিট ছবি।
কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’ মুক্তির প্রথম দিনেই ২ কোটি ১০ লাখ রুপি আয় করে ভারতীয় বাংলা সিনেমার বক্স অফিসে এক নতুন রেকর্ড গড়েছে।
ছবিটিতে দেব-শুভশ্রীর পাশাপাশি আরও অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী।
ভোরের আকাশ//হ.র