× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে এসে মুগ্ধ তাতিয়ানা কালমেল

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৫ ০৮:৫৭ এএম

বাংলাদেশে এসে মুগ্ধ তাতিয়ানা কালমেল

বাংলাদেশে এসে মুগ্ধ তাতিয়ানা কালমেল

‘বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেয়ে এবং এখানে এসে আমি সত্যিই আনন্দিত। এ এক অপার সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আন্তরিক মানুষের দেশ। আমি সবার সঙ্গে দেখা করার, নিজের গল্প শেয়ার করার এবং এই অসাধারণ দেশ সম্পর্কে আরও জানার অপেক্ষায় আছি। আশা করি, আমার এই সফর অন্যদেরকেও উৎসাহিত করবে।’ বাংলাদেশ নিয়ে এমন অভিব্যক্তি ব্যক্ত করলেন মিস ইউনিভার্স আমেরিকাস তাতিয়ানা কালমেল।


মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু ২০২৪ তাতিয়ানা কালমেল  বুধবার (৭ মে) বাংলাদেশ সফরে আসেন। থাকবেন ১০ মে পর্যন্ত। এই প্রথমবারের মতো কোনো বর্তমান মিস ইউনিভার্স মুকুটধারীর বাংলাদেশে আসেন। বিদেশিনী এই সুন্দরীর চারদিনের বাংলাদেশ সফর আয়োজন করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক বন্ধুত্ব আরও দৃঢ় করাই এই সফরের উদ্দেশ্য।

তাতিয়ানা কালমেল এ সফরের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরই অংশ হিসেবে বুধবার (৭ মে) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। তা হলো— ২০২৫ সালের জুলাই মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা এবং নতুন মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্টসের উদ্বোধন।

এ অনুষ্ঠানে তাতিয়ানা কালমেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং মিস ইউনিভার্স প্ল্যাটফর্মের আন্তর্জাতিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। সফরকালে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন এবং দেশের ইতিহাস, সংস্কৃতি ও আতিথেয়তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

অনুষ্ঠান সম্পর্কে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক ও আয়োজক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘মিস ইউনিভার্স শুধু একটি সুন্দরী প্রতিযোগিতা নয়, এটি একটি বৈশ্বিক মঞ্চ যেখানে বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্যকে উদযাপন করা হয়। তাতিয়ানা কালমেল-কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত। তার এই সফর দেশের তরুণীদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নারীদের শক্তি, প্রতিভা ও পরিচয় তুলে ধরার নতুন পথ খুলে দেবে।’

এছাড়া, মোস্তাফা রফিকুল ইসলাম আরও বলেন, মিস ইউনিভার্স স্কিনকেয়ার প্রোডাক্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসও তৈরি হয়, যেন সকলেই নিজ নিজ জীবনে তারকা হয়ে উঠতে পারে। প্রতিটি প্রোডাক্টেই রয়েছে বিশেষভাবে তৈরি এমিউ৭সি+ কমপ্লেক্স, যেখানে ৭টি মহাদেশ থেকে বাছাই করে নেওয়া এইজ-ডিফাইং উপাদানের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ ড্রোন ডেলিভারি সিস্টেম, যা স্কিনকেয়ারকে আরও কার্যকর এবং আলোকোজ্জ্বল করে তোলে।

‘ও স্কিন মেড স্পা’ এবং অলিভিয়া কুইডো ক্লিনিক্যাল স্কিনকেয়ারের সিইও ও প্রতিষ্ঠাতা মিস অলিভিয়া কুইডো-কো বলেন, মিস ইউনিভার্সের ‘ফোর্স টু গুড’ এর আদর্শ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের লক্ষ্য বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত কাস্টমাইজড স্কিনকেয়ার লাইন তৈরি করা, যা ত্বকের এমন সমস্যা সমাধান করবে যা আত্মবিশ্বাস নষ্ট করে এবং আপনার উজ্জ্বলতাকে ম্লান করে দিতে পারে। মিস ইউনিভার্স স্কিনকেয়ার ত্বককে সুরক্ষিত, উজ্জ্বল ও প্রাকৃতিক গ্লো আনতে সাহায্য করে। ফলে আপনি আত্মবিশ্বাসী হয়ে নিজেকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন।

তাতিয়ানা কালমেলের সফর বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং নারীর ক্ষমতায়নের এক বিশেষ মুহূর্ত। তার এই সফর দেশের জন্য অনুপ্রেরণা এবং শক্তিশালী বৈশ্বিক সম্পর্ক তৈরি করবে।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত

বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত

 নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ

 যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি শুরু

যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি শুরু

 নতুন পোপ নির্বাচিত: ক্যাথলিক গির্জার দায়িত্বে রবার্ট প্রিভোস্ট

নতুন পোপ নির্বাচিত: ক্যাথলিক গির্জার দায়িত্বে রবার্ট প্রিভোস্ট

 যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিলেন হাসনাত

যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিলেন হাসনাত

সংশ্লিষ্ট

প্রতিটি সুপারস্টারকে মেনে চলতে হয়

প্রতিটি সুপারস্টারকে মেনে চলতে হয়

বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট

বড় পরিকল্পনায় নতুন ‘ব্যাচেলর পয়েন্ট

বাংলাদেশে এসে মুগ্ধ তাতিয়ানা কালমেল

বাংলাদেশে এসে মুগ্ধ তাতিয়ানা কালমেল

শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন সোনিয়া

শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন সোনিয়া