বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ০৯:৪০ এএম
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামারাস তাসনিয়া ফারিণ
নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে সফলতার পর এখন বড় পর্দায় নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। সর্বশেষ ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ইনসাফ-এ নায়িকা হিসেবে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
বাংলা সিনেমার পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে এই মিষ্টি হাসির অভিনেত্রীর। সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের কাছে জনপ্রিয় হলেও, পশ্চিমা পোশাকেও সমান মোহনীয় ফারিণ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে কালো সিকুইন ক্রপ টপ ও হাইওয়েস্ট বটমে একদম গ্ল্যামার গার্ল রূপে ধরা দিয়েছেন তিনি। লুকটিকে পরিপূর্ণ করেছে একপাশে স্টাইল করা সিকুইনের ঝলমলে শ্রাগ, সাদা পাথরের ঝুলন্ত দুল, মাথায় রাখা কালো চশমা এবং মানানসই মেকআপ।
নতুন এই লুকে ফারিণের সৌন্দর্য ও নান্দনিকতায় মুগ্ধ হয়ে মন্তব্যঘরে প্রশংসা ও ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।
২০১৭ সালে আমরা আবার ফিরবো কবে নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এরপর তিনি এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে আরও এক পৃথিবী সিনেমা দিয়ে টালিউডে পা রাখেন এই অভিনেত্রী।
ভোরের আকাশ//হ.র