বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ এএম
ছবি ও কণ্ঠস্বর অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়ায়ে ঐশ্বরিয়া রাই
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বরের অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন।
আদালতে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে, নায়িকার অনুমতি ছাড়াই তার পরিচিতি ব্যবহার করে বিভিন্ন পণ্য বাজারে আনা হচ্ছে। কফি মগ, টি-শার্টসহ বিভিন্ন অনলাইন প্রচারণায় তার ছবি ব্যবহার করা হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঐশ্বরিয়ার জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে।
আইনজীবী সন্দীপ শেঠি জানান, কিছু প্রতিষ্ঠান সরাসরি ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ আদায় করছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘নেশন ওয়েলথ’ নামের একটি সংস্থা নিজেদের লেটারহেডে তাকে চেয়ারপার্সন দেখিয়ে ব্যবসা পরিচালনা করছে।
শুনানিতে বিচারপতি তেজাস কারিয়া ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হতে পারে। আইনজীবীদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে সেলিব্রিটিদের পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও সতর্ক করবে।
ভোরের আকাশ//হ.র