আবেগঘন বার্তা ম্রুণালের
ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এই সপ্তাহে তার আন্তর্জাতিক সিনেমা ‘লাভ সোনিয়া’ দিয়ে অভিষেকের সাত বছর পূর্ণ হওয়ার বার্তা শেয়ার করেছেন।সাত বছর আগে ছোট শহরের মেয়ে হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন ম্রুণাল। তিনি লিখেছেন, “‘লাভ সোনিয়া’ ছিল আমার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত উপহার। আমি তখন এক সাধারণ মেয়ে, হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে। সোনিয়া চরিত্রটি যেন আমাকে বেছে নিয়েছিল। এটি শুধু আমার অভিনয় জীবন শুরু নয়, বরং একটি জীবন পরিবর্তনের পদক্ষেপ ছিল।”শুটিং অভিজ্ঞতা স্মরণ করে ম্রুণাল বলেন, “ডেমি মুর, ফ্রিদা পিন্টো, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও—সবাই আমাকে প্রতিদিন নতুন কিছু শিখিয়েছেন। পরিচালক তাবরেজ নুরানি-র সঙ্গে কাজও এক অসাধারণ অভিজ্ঞতা।” তিনি আরও উল্লেখ করেছেন, “বাণিজ্যিক দিক যাই হোক না কেন, এই সিনেমা যদি এক জীবনও বাঁচাতে পারে, তাই আমাদের জন্য সবচেয়ে বড় গর্ব।”‘লাভ সোনিয়া’ শুধুমাত্র সিনেমা নয়, এটি সমাজে পরিবর্তনের বার্তা ছড়িয়েছে। এটি বিভিন্ন এনজিও ও সচেতন নাগরিকদের অনুপ্রাণিত করেছে এবং বাস্তবে অনেকের জীবন বাঁচাতে সহায়তা করেছে।বর্তমানে ম্রুণাল ঠাকুর বিভিন্ন ধরনের সিনেমায় ব্যস্ত রয়েছেন এবং তার অভিনীত একাধিক নতুন সিনেমা শিগগিরই মুক্তির অপেক্ষায়।ভোরের আকাশ//হ.র