× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৫ ০১:৪৫ এএম

আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা

আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবার আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। ১৯ মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করছে চ্যানেল আই কর্তৃপক্ষ। ফেরদৌস আরা এ বছর একুশে পদকও পেয়েছেন।

আজীবন সম্মাননা প্রাপ্তির খবরে সোমবার (৬ মে) ফেরদৌস আরা জানান, এটি তাঁর জন্য সম্মানজনক, একই সঙ্গে আগামী দিনের কাজের প্রেরণা।

এভাবে সম্মানীত হওয়া প্রসঙ্গে স্বভাবতই উচ্ছ্বসিত ফেরদৌস আরা বলেন, ‘এই সম্মাননা আগামী দিনের কাজে প্রেরণা জোগাবে। শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এছাড়াও এই সম্মাননা তার কাজের গতি আরও বাড়াবে বলে মনে করেন এই সংগীতশিল্পী।

‘যাঁরা গান করেন বা সংগীত জগৎ বা শিল্প–সাহিত্যের জগতের সঙ্গে থাকেন, তাঁরা কেউই সেটি পুরস্কারের জন্য করেন না। তাঁরা সেটি ভালো লাগা থেকে করেন, যা থেকে আমরা সবাই আনন্দিত হই। আমরা তাদের সম্মানিত করে আনন্দিত হই,’ পুরস্কার নিয়ে এমনটাই বললেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।   

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

সংশ্লিষ্ট

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবরাকোন্ডা

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবরাকোন্ডা

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান