বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৫:৪০ এএম
সিদ্ধার্থের বিশেষ আয়োজনে জন্মদিনে আবেগে ভাসলেন কিয়ারা
মাতৃত্বের নতুন অনুভূতি আর ভালোবাসায় ভরপুর এক বিশেষ জন্মদিন উদযাপন করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। গত ১৫ জুলাই প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। এরপর বৃহস্পতিবার (১ আগস্ট) পার করলেন জীবনের ৩৪তম জন্মদিন। আর এই উপলক্ষে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার বিশেষ আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।
জন্মদিনের পরদিন (শুক্রবার) ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে কিয়ারা লিখেছেন, “আমার জীবনের সেরা জন্মদিন কাটালাম।”
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি কেকের ছবিও নজর কেড়েছে ভক্তদের। কেকটি ছিল সাদা রঙের, যার ওপর একটি ছোট্ট পুতুল—যেখানে একটি পরী কোলে নবজাতকে আগলে রেখেছে। সদ্য মা হওয়া কিয়ারার জন্য এমন থিমেই কেক তৈরি করেছিলেন স্বামী সিদ্ধার্থ।
জন্মদিন উপলক্ষে বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন কিয়ারা। তবে জন্মদিনে তিনি কোনো আলাদা পোস্ট দেননি। পরদিন সকালে একটি আবেগঘন বার্তায় তিনি লেখেন—
“আমার সন্তান, আমার স্বামী, আমার মা-বাবা এবং পরিবারের সবার ভালোবাসায় দিনটি সত্যিই বিশেষ হয়ে উঠেছে। নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞ।”
প্রেম, পরিবার ও মাতৃত্বের সুখে ভরা কিয়ারা ও সিদ্ধার্থের দাম্পত্য জীবন বলিউডের অন্যতম আলোচিত ও আদর্শ সম্পর্কগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
08.
'অভিনন্দন লিজেন্ড'—শাহরুখ খানকে জাতীয় পুরস্কারে শুভেচ্ছা এ আর রহমানের
‘জওয়ান’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জেতা কিং খান এবারই প্রথম পাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই খবরে ভক্ত-অনুরাগী ও বলিউড অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা আসে শুক্রবার সন্ধ্যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক ভিডিও বার্তায় শাহরুখ খান ধন্যবাদ জানান ভারত সরকার ও সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। সেই ভিডিওটি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ শেয়ার করে কিং খানকে শুভেচ্ছা জানান অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।
তিনি লেখেন, “অভিনন্দন লিজেন্ড” — সঙ্গে যোগ করেন একটি ফুলের ইমোজি।
শুধু রহমানই নন, ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করা ঋদ্ধি সেনও নিজ অনুভূতি প্রকাশ করেছেন এক পোস্টে। তিনি লেখেন,“সবচেয়ে ভালো খবর। সবচেয়ে ভালো ছবি। ‘জওয়ান’ ছেলের এই ‘ফেইক মা’ সত্যিকারের আনন্দে মেতে উঠেছেন। অভিনন্দন তোমাকে, অ্যাটলি এবং পুরো টিমকে অনেক অনেক ভালোবাসা।”
শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি ২০২৩ সালে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পায়। দর্শকপ্রিয়তা ও নির্মাণগুণে প্রশংসা কুড়ানো ছবিটি পরিচালনা করেন দক্ষিণী পরিচালক অ্যাটলি।
জাতীয় পুরস্কার পাওয়া প্রসঙ্গে শাহরুখ ভিডিও বার্তায় বলেন, “এই সম্মান শুধুই আমার নয়, এটি আমাদের সবার সম্মান। সিনেমার সঙ্গে জড়িত প্রতিটি মানুষের, দর্শকদের, সহশিল্পীদের এবং যারা এই দীর্ঘ যাত্রায় পাশে থেকেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ।”
বলিউড বাদশাহের জাতীয় পুরস্কার প্রাপ্তি শুধু তার জন্যই নয়, তার কোটি ভক্তের জন্যও এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।
ভোরের আকাশ//হ.র