পাকিস্তানে এক রাতের অতিথি হতে কত টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া
অভিনয়ের পাশাপাশি মডেলিং, এমন কি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া, যে কোনো সেলিব্রিটির পেশার অংশ। তা দিয়ে মোটা টাকা আয় হয় তাদের। এদিকে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। যার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজেনরা বেশ প্রশংসা করেন।
ঐশ্বরিয়া রাইকেও একটা সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে সেখানে উপস্থিত থাকেন না। তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা। ২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শোনা যায়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড় ভক্ত। তিনিই চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিজের এই ইচ্ছে পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য। সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছেন, শিগগিরই আসছে সিজন ৫-এর ফার্স্ট লুক।মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক।”এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন প্রচারিত হয়, যার প্রতিটি পর্বেই দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক সাড়া। ২০২২ সালের শেষ দিকে সিজন ৪-এর সম্প্রচার শেষ হওয়ার পর থেকেই নতুন সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যেত ভক্তদের মন্তব্য—“কবে আসছে ব্যাচেলর পয়েন্ট?”অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতার ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মাঝে। সিজন ৫-এ আগের চরিত্রগুলোর পাশাপাশি নতুন চমকও থাকছে বলে আভাস দিয়েছেন নির্মাতা।এখন দেখার পালা—নতুন সিজনে কতটা হাসি-কান্না ও মজা অপেক্ষা করছে দর্শকদের জন্য। ভোরের আকাশ/হ.র
ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। দেশটির নিউ সাউথ ওয়েল্সের রাজধানী সিডনির ল্যাকেম্বার এলাকায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন, অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায় তার। এতে টিস্যুতে ক্ষতি হয়েছে। এখন পায়ে প্লাস্টার, হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে।শাবনূর গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (১০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। চিকিৎসক তাকে দুই সপ্তাহ প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন।শাবনূর বলেন, ল্যাকেম্বায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই।তিনি বলেন, পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয় যে, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।তিনি এ বিষয়ে বলেন, আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে-চলতে গিয়ে মোবাইল দেখবো না। গাড়ি চালানোর সময়ও মোবাইল দেখব না। আজ আমার হয়তো অল্প কিছুর ওপর দিয়ে গেছে। যদি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে গিয়ে দুর্ঘটনা ঘটত, তাহলে আমার কারণে অন্য কোনো একটা মানুষেরও বিশাল বিপদ হতে পারতো।এদিকে, ২০২৩ সালে দেশে আসার আসার পর শাবনূরকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। ২০২৪ সালের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। কয়কেদিন শুটিংও করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ। ‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন। তিনি জানান, তারই পরিচালিত‘এখনো ভালোবাসি’ সিনেমাতেও অভিনয় করবেন শাবনূর। এছাড়া চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে। তবে কাজের কোনো অগ্রগতি নেই। ভোরের আকাশ/এসআই
অভিনয়ের পাশাপাশি মডেলিং, এমন কি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া, যে কোনো সেলিব্রিটির পেশার অংশ। তা দিয়ে মোটা টাকা আয় হয় তাদের। এদিকে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। যার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজেনরা বেশ প্রশংসা করেন।ঐশ্বরিয়া রাইকেও একটা সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে সেখানে উপস্থিত থাকেন না। তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা। ২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শোনা যায়।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড় ভক্ত। তিনিই চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে।প্রতিবেদনে আরও বলা হয়, নিজের এই ইচ্ছে পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি।ভোরের আকাশ/এসএইচ
ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিজের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা আমির খান। সিনেমাটির ট্রেলার ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, এর আগে ম্যাডক ফিল্মস তাদের প্রযোজিত রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমার থিয়েটারিক্যাল মুক্তি বাতিল করে সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির সিদ্ধান্ত নেয়। একই পথে হাঁটলেন এবার আমির খানও।আমির খানের প্রোডাকশন টিম জানায়, ভারতের সীমান্তে চলমান পরিস্থিতি এবং সারা দেশে জারি হওয়া সতর্ক অবস্থার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রোডাকশন হাউজের পক্ষ থেকে জানানো হয়, “আমরা দেশের সুরক্ষা দেয়া সশস্ত্র বাহিনীর পাশে আছি। এই সময়টায় দায়িত্বশীল নাগরিক হিসেবে একাত্মতা প্রকাশ করা এবং সংযম বজায় রাখাটাই জরুরি বলে মনে করি।”প্রথমদিকে নির্মাতারা সপ্তাহান্তে ট্রেলার প্রকাশের পরিকল্পনা করলেও, এখন তারা তা পিছিয়ে দিয়েছেন। যদিও সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে, তবে এ নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘সিতারে জমিন পার’ পরিচালনা করছেন আর.এস. প্রসন্ন। এতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা এবং ১০ জন শিশু শিল্পী। সিনেমাটি ২০০৭ সালের আমির খানের আইকনিক সিনেমার ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল।ভোরের আকাশ/আজাসা