পরীমণির মানহানির মামলা খারিজ করল ট্রাইব্যুনাল
চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তিনি মামলাটি দায়ের করেছিলেন।
মঙ্গলবার (৮ জুলাই) মামলাটি খারিজ করে দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
আদালত জানায়, চলতি বছরের ২১ মে সরকার ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলা পূর্বের আইনের ২৮ ও ৩১ ধারায় দায়ের হলেও, নতুন অধ্যাদেশে ওই ধারাগুলো অন্তর্ভুক্ত না থাকায় মামলাটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে পড়ে না।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পরীমণি মামলাটি দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে ছিলেন গৃহকর্মী পিংকি আক্তার ছাড়াও “সব খবর” অনলাইনের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, “প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট”, “পিপল নিউজ” ও “ডিজিটাল খবর” নামের তিনটি অনলাইন পোর্টাল।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে পিংকিকে শিশু পরিচর্যার জন্য নিয়োগ দেন পরীমণি। তবে ২ এপ্রিল তিনি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে পরীমণির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত অনলাইন পোর্টালগুলো ওইসব বক্তব্য প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যা পরীমণির সামাজিক মর্যাদায় আঘাত হানে।
তবে নতুন সাইবার সুরক্ষা আইনের কাঠামোয় মামলাটি উপযুক্ত নয় বিবেচনায় আদালত তা খারিজ করে দেন।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
পাকিস্তানের করাচিতে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগর আলীর গলিত মরদেহ। গত মঙ্গলবার (৮ জুলাই) ডিফেন্স হাউজিং অথরিটি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।পুলিশ সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগেই হুমাইরার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। করাচি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ আসাদ রাজা গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশে ফ্ল্যাটটি খালি করতে গিয়ে গিজরি থানা পুলিশের সদস্যরা ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে মরদেহ দেখতে পান।পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। তদন্তে জানা যায়, অভিনেত্রী একাই ওই বাসায় বসবাস করতেন এবং ২০১৮ সাল থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন। তবে ২০২৪ সাল থেকে ভাড়া পরিশোধ বন্ধ করে দেন, যার পরিপ্রেক্ষিতে মালিক আদালতের শরণাপন্ন হন।ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ছবি সম্বলিত ম্যাগাজিন ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। মোবাইল নম্বর ও সিমের নিবন্ধন যাচাই করে পুলিশ নিশ্চিত হয় যে মৃতদেহটি হুমাইরা আসগরের। এ ছাড়া জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।টেলিভিশন রিয়েলিটি শো `তামাশা ঘর`-এর মাধ্যমে আলোচনায় আসেন হুমাইরা আসগর। পাশাপাশি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা `জালাইবি`-তে অভিনয়ের মাধ্যমেও দর্শকদের নজর কাড়েন তিনি।তবে তার মৃত্যু কীভাবে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত চলছে। ভোরের আকাশ/হ.র
চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তিনি মামলাটি দায়ের করেছিলেন।মঙ্গলবার (৮ জুলাই) মামলাটি খারিজ করে দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল।আদালত জানায়, চলতি বছরের ২১ মে সরকার ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলা পূর্বের আইনের ২৮ ও ৩১ ধারায় দায়ের হলেও, নতুন অধ্যাদেশে ওই ধারাগুলো অন্তর্ভুক্ত না থাকায় মামলাটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে পড়ে না।উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পরীমণি মামলাটি দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে ছিলেন গৃহকর্মী পিংকি আক্তার ছাড়াও “সব খবর” অনলাইনের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, “প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট”, “পিপল নিউজ” ও “ডিজিটাল খবর” নামের তিনটি অনলাইন পোর্টাল।মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে পিংকিকে শিশু পরিচর্যার জন্য নিয়োগ দেন পরীমণি। তবে ২ এপ্রিল তিনি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে পরীমণির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত অনলাইন পোর্টালগুলো ওইসব বক্তব্য প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যা পরীমণির সামাজিক মর্যাদায় আঘাত হানে।তবে নতুন সাইবার সুরক্ষা আইনের কাঠামোয় মামলাটি উপযুক্ত নয় বিবেচনায় আদালত তা খারিজ করে দেন। ভোরের আকাশ/হ.র
‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি বর্তমানে ব্যস্ত তার সবচেয়ে উচ্চাকাঙ্খী ছবি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আল্লু অর্জুন। অস্থায়ীভাবে ‘এএ২২’ নামে পরিচিত এই ছবিটি হতে যাচ্ছে সুপারহিরো ঘরানার। ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি রুপি।এবার এই ছবি ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাটলি। সম্প্রতি অ্যাটলি ইনস্টাগ্রামে হলিউড তারকা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা।ভক্তরা স্ক্রিনশট শেয়ার করে বলছেন, এটি কোনও সাধারণ সামাজিক যোগাযোগ নয়। বরং হয়তো কোনও বড়সড় সহযোগিতার ইঙ্গিত। এই অনাকাংখিত সংযোগ দেখে কেউ কেউ বলছেন, ‘এএ২২’ ছবিতে ডোয়েইন জনসন বা হার্দিক পান্ডিয়ার ক্যামিও থাকতে পারে।কেউ বলছেন, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে অ্যাটলি হয়তো দ্য রককে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবছেন। এমনকি কেউ কেউ অনুমান করছেন, হার্দিক পান্ডিয়ার জন্য হয়তো কোনও বিশেষ দৃশ্য বা সংলাপও তৈরি করা হচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সূত্র জানায়, অ্যাটলি শুধু ভিএফএক্স-এর জন্য ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছেন। নির্মাতারা নাকি বাজেট বাড়ানোর ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।এর আগে, এমন বিশাল ভিএফএক্স বাজেট তেলুগু সিনেমায় খুব কমই দেখা গেছে। এখন দেখার বিষয়, ভক্তদের এই কল্পনা কতটা সত্যি হয়। বলিউডে কি এবার সত্যিই দেখা যাবে ‘দ্য রক’-কে?ভোরের আকাশ/এসএইচ
সমসাময়িক বাংলা গানের জগতে পরিচিত নাম বেলি আফরোজ। স্টেজ শো ও টিভি পারফরম্যান্সে সরব উপস্থিতির পাশাপাশি মাঝে মাঝেই মৌলিক গানে কণ্ঠ দেন তিনি। এবার প্রকাশ পেল তার নতুন মৌলিক গান ‘আমায় ঠকাইলে’।গানটির কথা লিখেছেন এআর রাব্বি এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন ইফতেখারুল এহতেশাম লেলিন। ইয়াসির আরাফাতের নির্দেশনায় নির্মিত মিউজিক ভিডিওতে বেলি আফরোজের সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।নতুন গানটি বেলি আফরোজের নিজস্ব ইউটিউব ও ফেসবুক চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে এটি শোনা যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।গানটি নিয়ে কথা বলতে গিয়ে বেলি আফরোজ বলেন,“সততা ও আন্তরিকতা নিয়ে ভালো বাংলা গান শ্রোতাদের উপহার দিতে চাই সবসময়। এই গানটিও সেই চেষ্টারই একটি অংশ। কথা, সুর, সংগীত—সবকিছুই চমৎকার। আমিও গায়কীতে যথাসাধ্য চেষ্টা করেছি।”তিনি আরও জানান, সময় ও শ্রোতাদের রুচির কথা মাথায় রেখেই কাজটি করা হয়েছে। গানটির ভিডিও নিয়েও তিনি আশাবাদী।উল্লেখ্য, এর আগে তিনি গেয়েছেন কুমার শানুর সঙ্গে ডুয়েট গান ‘কখনো আবার’, যা বেশ সাড়া ফেলেছিল। ভোরের আকাশ/হ.র