বিনোদন প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি
কাফনে মোড়ানো মরদেহ ‘কবরে’ শোয়ানো, আর সেই লাশের উপরে কিলবিল করছে সাপ; ‘খোয়াবনামা’ নাটকের এমন পোস্টার চমকে দিয়েছিল অনেক দর্শককে। ভিকি জাহেদের নির্মাণে এবার ওই নাটকটির ট্রেইলার এসেছে প্রকাশ্যে।
এক মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে কবরের মত বানানো গর্তে শুয়ে আছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তার শরীরের ওপর ছড়িয়ে আছে সাপ।
এছাড়া রূপা নামের এক তরুণীর সঙ্গে তৌসিফের প্রেম ও তাকে পাওয়ার আকুলতার ঝলকও উঠে এসেছে। সেখানে প্রেম ও ঘৃণাকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে তুলে ধরেছেন ভিকি জাহেদ। ‘খোয়াবনামা’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার।
নাটক প্রচারের খবর দিয়ে ভিকি বলেন, ‘নাটকের পোস্টার দেখার পর অনেকের মধ্যে ‘খোয়াবনাম’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
পোস্টারটি অনেক দর্শকের কাছে পৌঁছেছে, কবে নাটকটি প্রচারে আসবে সেই প্রশ্ন অনেকের ছিল। আমার জন্মদিনকে ঘিরে ২৮ অগাস্ট প্রচার হবে নাটকটি।’
কবরে সাপের দৃশ্যে কোনো ‘ডামি’ বা গ্রাফিক্স ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন জাহেদ।
তিনি বলেন, ‘পোস্টার দেখে অনেকে ভেবেছিলেন এটা গ্রাফিক্স দিয়ে করানো বা ডামি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা রিয়েলিস্টিকভাবেই এই দৃশ্য ধারণ করেছি।’
এটি নাটক হিসেবে প্রচার হলেও ওটিটি কনটেন্টের থেকে কিছু অংশে এটা কম নয় বলে মন্তব্য করেছেন ভিকি জাহেদ। ‘আমি তো প্ল্যাটফর্ম চিন্তা করে কাজ করিনি, গল্পের প্রয়োজনে সেটা যতটুকু বাস্তব করা যায় আমি সেটাই করি।’
অভিনেতা তৌসিফ মাহবুককে নিয়ে পরিচালকের ভাষ্য, তরুণ এই অভিনেতা তার কাজের প্রতি নিবেদিতপ্রাণ এবং তিনি প্রতিনয়ত নিজেকে ভাঙছেন। ‘উনার এই চেষ্টা আমাকে মুগ্ধ করেছে।’
‘খোয়াবনাম’ নাটকের চিত্রনাট্যকে ট্রাজেডি ও রোমান্স ঘরানার বলছেন ভিকি জাহেদ। ‘ভালোবাসার গল্প, কিন্তু এতে জীবনের ভয়ানক বা দুঃখজনক পরিণতি দেখানো হয়েছে।’ ‘খোয়াবনাম’ ছাড়াও ভিকির আরেকটি কাজ ‘আকা’ প্রচারে আসছে চলতি মাসে।
এগুলো তার জন্য ‘বিশেষ কাজ’ জানিয়ে ভিকি বলেন, ‘ফেব্রুয়ারির পর থেকে আমার নতুন কোনো কাজ আসেনি।
এক সপ্তাহের ব্যবধানে পরপর দুইটি কাজ আসছে, যেই কাজ দুইটি আমার জন্য খুব স্পেশাল এবং যত্ন নিয়ে করা। আমার দর্শকরা ভালো দুইটি কাজ পাবে বলে আশা করছি।’
‘খোয়াবনামা’ নাটকে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা, এ কে আজাদ সেতুসহ অনেকে। নাটকটি দেখা যাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।
ভোরের আকাশ/তা.কা