সংগৃহীত ছবি
‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি বর্তমানে ব্যস্ত তার সবচেয়ে উচ্চাকাঙ্খী ছবি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আল্লু অর্জুন। অস্থায়ীভাবে ‘এএ২২’ নামে পরিচিত এই ছবিটি হতে যাচ্ছে সুপারহিরো ঘরানার। ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি রুপি।
এবার এই ছবি ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাটলি। সম্প্রতি অ্যাটলি ইনস্টাগ্রামে হলিউড তারকা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা।
ভক্তরা স্ক্রিনশট শেয়ার করে বলছেন, এটি কোনও সাধারণ সামাজিক যোগাযোগ নয়। বরং হয়তো কোনও বড়সড় সহযোগিতার ইঙ্গিত। এই অনাকাংখিত সংযোগ দেখে কেউ কেউ বলছেন, ‘এএ২২’ ছবিতে ডোয়েইন জনসন বা হার্দিক পান্ডিয়ার ক্যামিও থাকতে পারে।
কেউ বলছেন, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে অ্যাটলি হয়তো দ্য রককে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবছেন। এমনকি কেউ কেউ অনুমান করছেন, হার্দিক পান্ডিয়ার জন্য হয়তো কোনও বিশেষ দৃশ্য বা সংলাপও তৈরি করা হচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র জানায়, অ্যাটলি শুধু ভিএফএক্স-এর জন্য ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছেন। নির্মাতারা নাকি বাজেট বাড়ানোর ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।
এর আগে, এমন বিশাল ভিএফএক্স বাজেট তেলুগু সিনেমায় খুব কমই দেখা গেছে। এখন দেখার বিষয়, ভক্তদের এই কল্পনা কতটা সত্যি হয়। বলিউডে কি এবার সত্যিই দেখা যাবে ‘দ্য রক’-কে?
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি বর্তমানে ব্যস্ত তার সবচেয়ে উচ্চাকাঙ্খী ছবি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আল্লু অর্জুন। অস্থায়ীভাবে ‘এএ২২’ নামে পরিচিত এই ছবিটি হতে যাচ্ছে সুপারহিরো ঘরানার। ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি রুপি।এবার এই ছবি ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাটলি। সম্প্রতি অ্যাটলি ইনস্টাগ্রামে হলিউড তারকা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা।ভক্তরা স্ক্রিনশট শেয়ার করে বলছেন, এটি কোনও সাধারণ সামাজিক যোগাযোগ নয়। বরং হয়তো কোনও বড়সড় সহযোগিতার ইঙ্গিত। এই অনাকাংখিত সংযোগ দেখে কেউ কেউ বলছেন, ‘এএ২২’ ছবিতে ডোয়েইন জনসন বা হার্দিক পান্ডিয়ার ক্যামিও থাকতে পারে।কেউ বলছেন, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে অ্যাটলি হয়তো দ্য রককে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবছেন। এমনকি কেউ কেউ অনুমান করছেন, হার্দিক পান্ডিয়ার জন্য হয়তো কোনও বিশেষ দৃশ্য বা সংলাপও তৈরি করা হচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সূত্র জানায়, অ্যাটলি শুধু ভিএফএক্স-এর জন্য ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছেন। নির্মাতারা নাকি বাজেট বাড়ানোর ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।এর আগে, এমন বিশাল ভিএফএক্স বাজেট তেলুগু সিনেমায় খুব কমই দেখা গেছে। এখন দেখার বিষয়, ভক্তদের এই কল্পনা কতটা সত্যি হয়। বলিউডে কি এবার সত্যিই দেখা যাবে ‘দ্য রক’-কে?ভোরের আকাশ/এসএইচ
সমসাময়িক বাংলা গানের জগতে পরিচিত নাম বেলি আফরোজ। স্টেজ শো ও টিভি পারফরম্যান্সে সরব উপস্থিতির পাশাপাশি মাঝে মাঝেই মৌলিক গানে কণ্ঠ দেন তিনি। এবার প্রকাশ পেল তার নতুন মৌলিক গান ‘আমায় ঠকাইলে’।গানটির কথা লিখেছেন এআর রাব্বি এবং সুর ও সংগীত পরিচালনায় ছিলেন ইফতেখারুল এহতেশাম লেলিন। ইয়াসির আরাফাতের নির্দেশনায় নির্মিত মিউজিক ভিডিওতে বেলি আফরোজের সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।নতুন গানটি বেলি আফরোজের নিজস্ব ইউটিউব ও ফেসবুক চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে এটি শোনা যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।গানটি নিয়ে কথা বলতে গিয়ে বেলি আফরোজ বলেন,“সততা ও আন্তরিকতা নিয়ে ভালো বাংলা গান শ্রোতাদের উপহার দিতে চাই সবসময়। এই গানটিও সেই চেষ্টারই একটি অংশ। কথা, সুর, সংগীত—সবকিছুই চমৎকার। আমিও গায়কীতে যথাসাধ্য চেষ্টা করেছি।”তিনি আরও জানান, সময় ও শ্রোতাদের রুচির কথা মাথায় রেখেই কাজটি করা হয়েছে। গানটির ভিডিও নিয়েও তিনি আশাবাদী।উল্লেখ্য, এর আগে তিনি গেয়েছেন কুমার শানুর সঙ্গে ডুয়েট গান ‘কখনো আবার’, যা বেশ সাড়া ফেলেছিল। ভোরের আকাশ/হ.র
আসাম রাজ্যের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান, যিনি ‘বেবিডল আর্চি’ নামেও পরিচিত, সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তাকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।প্রায় ৮ লাখ ফলোয়ারসংখ্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্চিতা যে ধরনের কনটেন্ট শেয়ার করেন, তা মূলত ‘নট সেফ ফর ওয়ার্ক’ (NSFW) হিসেবে বিবেচিত। তবে বিতর্ক ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজ জীবনের একটি কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।২০২৩ সালের একটি পোস্টে তিনি দাবি করেন, ভারতে তাকে ছয় বছর ধরে যৌন ব্যবসায় জোরপূর্বক আটকে রাখা হয়েছিল এবং প্রায় ২৫ লাখ টাকা দিয়ে সেখান থেকে মুক্তি পেয়েছেন। তবে তিনি কারা তাকে বন্দি করে রেখেছিল বা কাকে টাকা দিয়েছেন—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।অর্চিতা জানান, তিনি নয়াদিল্লির জিবি রোডে দীর্ঘদিন আটক ছিলেন। মুক্তির পর নিজের অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও আটজন নারীকে সেখান থেকে উদ্ধারেও সহায়তা করেন বলে জানান।তিনি বলেন, “আজ আমি যখন পিছনে তাকাই, তখন নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমি এখন প্রমাণ করতে পারি—আশা, সহনশীলতা ও মানবিক আত্মার শক্তি অন্ধকারতম সময়ও জয় করতে পারে।”অর্চিতা সম্প্রতি কেন্দ্রা লাস্টের সঙ্গে যৌথ কোনো কনটেন্ট তৈরির ইঙ্গিত দিয়েছিলেন। যদিও এ নিয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। তবে তার ইনস্টাগ্রাম পোস্ট এবং জুটি ট্যাগ করাকে ঘিরেই শুরু হয় জল্পনা-কল্পনা।নিজের জীবনের করুণ বাস্তবতা থেকে বেরিয়ে এখন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন এবং empowerment-এর বার্তা ছড়িয়ে দিচ্ছেন বলেই মনে করছেন তার অনুসারীরা। ভোরের আকাশ/হ.র
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে অভিনেতা আফরান নিশোর ‘দম’ সিনেমা। এই সিনেমার পরিচালক হিসেবে রয়েছেন ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি। এতে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন আফরান নিশো এবং রেদওয়ান রনি।মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। ‘দম’ সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। তখন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন জানানো হচ্ছে সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। এ বিষয়ে রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। অর্থাৎ আফরান নিশো ও চঞ্চল চৌধুরী– দুজনেই থাকছেন ’দম’ সিনেমায়।এ ব্যাপারে চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে, এটা একটা আনন্দের ব্যাপার। তার ’দম’ সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। এ সিনেমার সঙ্গে যারা আছেন, সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প–চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করব, এটাই তো সবচেয়ে আনন্দের।এই সিনেমা নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প, ‘পাওয়ার অব এ কমন ম্যান’ নিয়ে কাজ করব। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম। বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এমন স্টোরি নিয়ে অভিনেতার রয়েছে বিশেষ দুর্বলতা বলে জানান আফরান নিশো।নিশোর মতে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। তবে অভিনেতার কাছে সবচেয়ে বড় বিষয়, ‘দম’–সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।তিনি আরও বলেন, আমার অভিনীত ’সুড়ঙ্গ’, ’দাগি’ গল্প নির্ভর সিনেমা এবং পারফরম্যান্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’ও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প ‘দম’।‘দম’ সিনেমায় নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন? কবে এবং কোথায় হবে সিনেমাটির শুটিং? এ বিষয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিল্পী নির্বাচন এবং লোকেশন দেখার কাজ চলছে। আশা করছি ঠিক সময়ে দর্শকদের সব উত্তর দিতে পারব। অল্প সময়ের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করতে পারব আশা করছি।ভোরের আকাশ/জাআ