বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭ এএম
“দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে এক বড় সম্মান” : মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালের ২২ জানুয়ারি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এ সেরা সুন্দরী নির্বাচিত হন। সেই দিনটি তার কাছে এখনও স্মরণীয়। এবার তিনি সেই প্রতিযোগিতায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
মেহজাবীন কালবেলাকে জানান, “যখন লাক্স সুপারস্টার টিম আমাকে মেন্টর হিসেবে প্রস্তাব দিল, আমি সত্যিই অবাক হয়েছিলাম। কারণ এর আগে বিচারকরা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ও কিংবদন্তি ব্যক্তিত্ব।”
তিনি আরও বলেন, “কিন্তু টিমের সঙ্গে বসে বোঝার পর জানা গেল, এ বছর ধারণাটি পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। এবার আমরা বিচারক নই, আমরা মেন্টর—যারা প্রতিযোগীদের শেখাব, গাইড করবে এবং গ্র্যান্ড ফিনালের পর তাদের যাত্রা শুরু করার জন্য প্রস্তুত করবে।”
দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, “এটি আমার জন্য নিঃসন্দেহে এক বড় সম্মান। কখনও কখনও আমি নার্ভাস বোধ করি, কারণ প্রতিযোগী মেয়েদের দেখি এবং মনে পড়ে আমি নিজে কতটা দুর্বল ছিলাম, যখন লাক্সে অংশ নিয়েছিলাম। তাই তাদের মানসিক অবস্থা ও প্রশ্নগুলো আমি ভালোভাবেই বুঝতে পারি।”
মেহজাবীনকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় মালতী’ সিনেমায়। এই সিনেমা দিয়ে তিনি ঢালিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমাটি নির্মাণ, গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত, আর মেহজাবীন অভিনয় করেছেন মূল চরিত্রে।
ভোরের আকাশ/হ.র