বিনোদন প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৫ ০৯:০৩ পিএম
এবার ভিডিওতে এক ফ্রেমে বেলাল-কর্ণিয়া!
সংগীতশিল্পী বেলাল খান ও কর্ণিয়াকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে ‘তুমি ছাড়া নেই আলো’ গানের ভিডিওতে। নাটক সিনেমাতে একসাথে নিয়মিত গাইলেও এর আগে কখনোই তাদের একত্রে ভিস্যুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি।
‘তুমি ছাড়া নেই আলো’ শিরোনামে গানটির কথা লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন এমএমপি রনির। মেলোডি রোমান্টিক এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মিউজিক ভিডিওতে কক্সেবাজারের ন্যাচারাল বিউটি তুলে আনা হয়েছে।
বেলাল খান বলেন, অনেকদিন থেকেই দর্শকদের চাওয়া ছিল আমার প্রথম দিকের মেলোডি রোমান্টিক গানগুলোর মত নতুন গান করা। আশা করি নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।
এ প্রসঙ্গে কর্নিয়া বলেন, বেলাল ভাইয়ের গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমনি। অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি।
বেলাল খানের ইউটিউব চ্যানেল থেকে ‘তুমি ছাড়া নিয়ে আলো’ গানটি প্রকাশিত হবে।
ভোরের আকাশ/এসআই