বউ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?
বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনো শোনা গেল, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বরিয়ার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে।
আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বরিয়া বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বরিয়াকেই ভয় পান অভিষেক- এমন দাবি শ্বেতা বচ্চনের। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন করণ প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভয় পাও? বউ নাকি মাকে? অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, ‘বউকে বেশি ভয় পায়’।
শ্বেতার উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, ‘আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো’। মজার ছলেই বোনকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বউদির সম্পর্ক মোটেই মধুর নয়।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাকে। অনুরাগীদের দাবি, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বরিয়া হাঁটছেন, তখন মুম্বাই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনো শোনা গেল, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বরিয়ার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে। আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বরিয়া বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বরিয়াকেই ভয় পান অভিষেক- এমন দাবি শ্বেতা বচ্চনের। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন করণ প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভয় পাও? বউ নাকি মাকে? অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, ‘বউকে বেশি ভয় পায়’।শ্বেতার উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, ‘আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো’। মজার ছলেই বোনকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বউদির সম্পর্ক মোটেই মধুর নয়।উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাকে। অনুরাগীদের দাবি, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বরিয়া হাঁটছেন, তখন মুম্বাই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।ভোরের আকাশ/আজাসা
খলনায়ক মানে নেতিবাচক চরিত্রে আলাদা করে অভিনয় করেন নির্দিষ্ট কিছু অভিনেতা-এমনটাই বিভিন্ন দেশের চলচ্চিত্রে প্রচলিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন খলনায়কের চরিত্রে নায়কদেরই অভিনয় করতে দেখা যায়। এমনই কয়েকজন নায়ক সম্পর্কে জেনে নেওয়া যাক, যারা নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।বলিউড নায়ক শহিদ কাপুর ‘পদ্মাবত’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তবে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সবাই। চরিত্রটিকে তিনি এতটাই হিংস্রভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, যা দেখে দর্শক মনে ভীতির সঞ্চার করেছিল।শাহরুখ শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তা নয়, ‘ডর’ সিনেমায় শাহরুখের অভিনয় রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল দর্শকদের। এছাড়াও ‘ডন টু’ সিনেমায় একজন স্টাইলিশ অথচ নির্মম মাস্টারমাইন্ড খুনির চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন এ অভিনেতা।সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘জাট’। এ সিনেমায় সানি মূল ভূমিকায় অভিনয় করলেও খলচরিত্রে রণদীপ হুদার অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।২০০৯ সালে বিশাল ভরদ্বাজ নির্মিত কামিনে সিনেমায় শহিদ কাপুরের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। দীর্ঘদিন পর কোনো অভিনেতাকে এমন একটি দুর্দান্ত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা।‘দেবারা’ সিনেমায় সইফ আলি খান অভিনয় করেছিলেন নেগেটিভ চরিত্রে। যদিও এই প্রথমবার নয়, ওমকারা এবং লাল কাফতান সিনেমাতেও ভিলেন চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। ‘৮২.০’ সিনেমাটি নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়ের পাশাপাশি ভিলেন চরিত্রে ভিকি কৌশলের অভিনয় বিশেষভাবে সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। একজন মাদকাসক্ত পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের হিংস্রতা দেখে সিনেমা দেখে চোখ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সিনেমাপ্রেমীরা। যদিও এটিকে সম্পূর্ণভাবে নেগেটিভ চরিত্র বলা যায় না। তবে সিনেমার দ্বিতীয় পর্বে নাকি রণবীরকে সত্যিই নেগেটিভ অভিনয় করতে দেখা যাবে।ভোরের আকাশ/আজাসা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে; তাতে বলা হয়েছে আজ রোববার বিকালে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।শবনম মুশতারী নজরুল সংগীতের চর্চা শুরু করেন ষাটের দশকের শুরুতে। একটা সময় টেলিভিশনে নজরুলসংগীতের অনুষ্ঠান মানেই ছিল সংগীতশিল্পী শবনম মুশতারীর উজ্জ্বল উপস্থিতি। নজরুলের গান নিয়ে বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও বের হয়েছে। এর মধ্যে এইচএমভি তার ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ লং প্লে প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। আর নিউইয়র্ক থেকে মুক্তধারা তার গানের অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী প্রকাশ করে।এই শিল্পীর দুই বোন ইয়াসমিন মুশতারী এবং পারভীন মুশতারীও নজরুলের গানের শিল্পী। নজরুলের গানের চর্চা ও প্রসারে অবদান রাখার জন্য ১৯৯৭ সালে শবনম মুশতারী পেয়েছিলেন একুশে পদক। মাঝে কিছুদিন শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি।কুমিল্লার মোগলটুলিতে ১৯৫২ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া আনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। জীবনভর অধ্যাপনায় কাটিয়ে দেওয়া এই শিক্ষক গবেষণায় মগ্ন থেকেছেন নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে।নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি রোববার নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। পরে বিকাল ৪ টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।নন্দনের ‘বাঁশরী ও তূর্য’ অথবা নজরুলের সাহিত্য-চিন্তার কয়েক দিক শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন টাঙাইলের সরকারি সা’দত কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জগলুল আসাদ। আলোচক থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক ও ‘বাঙ্গালা গবেষণার’ পরিচালক আফজালুল বাসার। সভা প্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।এছাড়া সাংস্কৃতিক পর্বে রয়েছে নূর হোসেন রানার নির্দেশনা ও পরিচালনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’। কবিতা আবৃত্তি শোনাবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলগীতি পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, ফারাহ দিবা খান লাবণ্য।ভোরের আকাশ/আজাসা
ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে সম্প্রতি রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তাঁকে দেওয়া হয় রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা।শাকিবের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং নির্মাতা মতিন রহমান।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্মাননা অর্জনের ছবি ছড়িয়ে পড়লে আলোচনায় চলে আসেন শাকিবের সাবেক স্ত্রী ও সহশিল্পী অপু বিশ্বাস। নিজের ফেসবুক পেইজে শাকিবের সম্মাননা প্রাপ্তির ছবি শেয়ার করে তিনি লেখেন, “কনগ্র্যাচুলেশন মাই কিং”, সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজিও।অপুর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। এতে চার হাজারের বেশি মন্তব্য পড়ে। বেশিরভাগ নেটিজেনই মজার ছলে মন্তব্য করেন- “শাকিব খান ফিফটি পারসেন্ট আপনার, ফিফটি পারসেন্ট বুবলীর।”তবে এ বিষয়ে অপু বিশ্বাস কোনো পাল্টা মন্তব্য করেননি।উল্লেখ্য, একসময় শাকিব খান ও অপু বিশ্বাস ছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি। ক্যারিয়ারের সবচেয়ে বেশি ছবিতেও শাকিবের বিপরীতে দেখা গেছে অপুকে। বাস্তব জীবনেও তাঁদের দীর্ঘ আট বছরের দাম্পত্য সম্পর্ক ছিল, যা পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সমাপ্ত হয়।এরপর শাকিব বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। একাধিক সাক্ষাৎকারে শাকিব নিজেই জানিয়েছেন, অপু ও বুবলী— দুজনই এখন তাঁর জীবনের অতীত।এদিকে সিনেমায় বর্তমানে অনিয়মিত হলেও অপু বিশ্বাস মডেলিং ও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। জনপ্রিয়তায় এখনো শাকিবের কাছাকাছি অবস্থান ধরে রেখেছেন তিনি।ভোরের আকাশ//হ.র