বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:০১ এএম
সিনেমা ছেড়ে যাচ্ছেন রাজ রিপা, পরিচালককে দায়ী করে অভিযোগ
বাংলাদেশি অভিনেত্রী রাজ রিপা বলিউড ও দেশের সিনেমা জগতে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটলেও সেই স্বপ্ন এখন তাঁর কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, তিনি সিনেমা ছেড়ে দেবেন। এ সিদ্ধান্তের পেছনে দায়ী করেছেন পরিচালক ইফতেখার চৌধুরীকে।
রাজ রিপা ফেসবুকে লিখেছেন, তিনি ‘খোঁজ: দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘রাজত্ব’সহ একাধিক সিনেমায় কাজ করেছেন। তবে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমা পাঁচ বছর ধরে রিলিজ হয়নি। এতে তাঁর সময় ও অর্থ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেসবুকে পোস্টে রাজ রিপা বলেন, “খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব। এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য নয়। একা একা সাত বছরের পথ পাড়ি দিয়েছি। আমার পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। চার বছর ধরে ‘মুক্তি’ সিনেমার মানসিক যন্ত্রণায় ভুগেছি। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে তিনি শুধু নিজের আখের গুছিয়ে নিয়েছেন, আমার জন্য কিছুই করেননি।”
রাজ রিপা সংবাদমাধ্যমকে বলেন, “ইফতেখার চৌধুরী আমাকে আশ্বাস দিয়েছিলেন, ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে আমার ক্যারিয়ার প্রতিষ্ঠা হবে। কিন্তু দিন যায়, বছর যায় সিনেমা রিলিজ হয়নি। এখন তিনি আমাকে চাপ দিচ্ছেন সিনেমার স্পনসর ম্যানেজ করতে। ৩৫ লাখ টাকা স্পনসর করতে হবে, কিন্তু আমি কোথায় পাব তা?”
তিনি আরও জানান, “আমি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে হতাশ। অনেক আশা নিয়ে এই সিনেমা করেছি, কিন্তু বিশ্বাসঘাতকতা হয়েছে। এ কারণে আমি সিনেমা ছেড়ে যাচ্ছি। তবে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করছি।”
অন্যদিকে, মুক্তি সিনেমা সংক্রান্ত রাজ রিপার অভিযোগের বিষয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ভোরের আকাশ//হ.র