আবারও ক্রিকেট মাঠে নামছেন শোবিজ তারকারা

আবারও ক্রিকেট মাঠে নামছেন শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ ঘন্টা আগে

আপডেট : ১৩ ঘন্টা আগে

আবারও ক্রিকেট মাঠে নামছেন শোবিজ তারকারা

আবারও ক্রিকেট মাঠে নামছেন শোবিজ তারকারা

দুই বছর পর আবারও ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারা। চারটি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। তবে দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটি এবার বদলে যাচ্ছে নাম ফরম্যাটে।

শুক্রবার (২ মে) অনুষ্ঠিত হবে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন চার দলের অধিনায়ক, আয়োজক প্রতিষ্ঠান ও টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেলের প্রতিনিধিরা। অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে চারটি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, কোচিং স্টাফ, দলনেতা ও টুর্নামেন্টের সূচি।

২০২৩ সালে সর্বশেষ আয়োজন করা হয়েছিল সিসিএল-এর। আগেরবার ইনডোর স্টেডিয়ামে ৬ ওভারের ছোট ম্যাচ হলেও এবার পুরো টি-২০ ফরম্যাটে, আউটডোর ভেন্যুতে এবং ফ্লাডলাইটের আলোয় আয়োজন করা হচ্ছে ম্যাচগুলো। 
চারটি দল গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স এবং স্পারটান্স নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারকাখচিত এই ক্রিকেট প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।

টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দেশের প্রথম সারির চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকারা। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ।

সংগীত অঙ্গনের তারকাদের মধ্যে রয়েছেন আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া। পরিচালকদের মধ্যে অংশ নিচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী।
শোবিজের এসব তারকা ইতিমধ্যেই ক্রিকেট অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সন্ধ্যার পর রাজধানীর একটি নির্দিষ্ট মাঠে তারা ব্যাট-বল হাতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। অনুশীলনের সেই পরিবেশও উৎসবমুখর। খেলার পাশাপাশি সেটি যেন একটি বড় গেট টুগেদারে রূপ নিয়েছে।

কেয়া পায়েল বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা খেলাধুলার মানুষ না, সব বড় যেটা আমার কাছে মনে হয়েছে যে একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি এক অঙ্গনের তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো। এটা আমার কাছে মনে হয়েছে একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন তাই খুব এক্সাইটেড মনে হচ্ছে।’

কেয়ার ভাষ্যে, ‘ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে তো ওই জায়গা থেকে আমার ক্রিকেট খেলাটা দেখা হয় কিন্তু যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোন দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে অধিকাংশ সময় আমি প্রথম হতাম।’

সিসিটি নিয়ে আয়োজকরা বলছেন, গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারের আয়োজন আরও গোছানোভাবে এবং পেশাদার মান বজায় রেখে করা হচ্ছে। প্রতিটি দল গঠনের ক্ষেত্রে তারকাদের জনপ্রিয়তা ও আগ্রহ বিবেচনায় রাখা হয়েছে। প্রত্যেক দলে থাকবে একাধিক সুপরিচিত তারকা। এবারের সিসিটি শুধুমাত্র একটি খেলাধুলার আয়োজন নয়, বরং এটি শোবিজ এবং ক্রীড়াঙ্গনের মধ্যে এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলবে। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আবারও ক্রিকেট মাঠে নামছেন শোবিজ তারকারা

আবারও ক্রিকেট মাঠে নামছেন শোবিজ তারকারা

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

ডিপফেকে দেশীয় তারকারা

ডিপফেকে দেশীয় তারকারা

মন্তব্য করুন