বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৪:১৮ এএম
গোপনে মুম্বাইয়ের অভিজাত ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান গোপনে বিক্রি করে দিয়েছেন মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের অভিজাত একটি ফ্ল্যাট। সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত সরকারি তথ্য অনুসারে, প্রায় ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি হয়েছে ফ্ল্যাটটি।
সম্প্রতি ‘স্কোয়্যার ইয়ার্ডস’ এবং ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর ওয়েবসাইটে এই লেনদেনের তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে ফ্ল্যাটটি হস্তান্তরের চুক্তি সরকারিভাবে নথিভুক্ত হয়।
সালমানের বিক্রি করা ফ্ল্যাটটি ‘শিব আস্থান হাইটস’ আবাসনে অবস্থিত। আয়তনে ১,৩১৮ বর্গফুটের এই ফ্ল্যাটে রয়েছে তিনটি গাড়ির জন্য পার্কিংয়ের সুবিধা। লেনদেনের সময় তিনি ৩২ লাখ ১ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ পরিশোধ করেছেন।
তবে এই বিক্রিকে কেন্দ্র করে সালমান খান মুম্বাই ছাড়ছেন কিনা—এ নিয়ে গুঞ্জন শুরু হলেও, ভক্তদের ধারণা, বান্দ্রা এলাকায় তার একাধিক সম্পত্তি থাকায় তিনি শহর ছাড়ার পরিকল্পনায় নেই।
বর্তমানে সালমান খান আলোচনায় রয়েছেন নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’–এর কারণে। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। ছবির পরিচালনায় রয়েছেন অপূর্ব লাখিয়া।
কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে সিনেমার টিজার পোস্টার। এতে রক্তমাখা মুখ ও গালে ক্ষতের দাগসহ একজন সেনা অফিসারের চেহারায় দেখা যায় সালমানকে। ছবিটি বলিউডে এক আবেগঘন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে কোনও গুলি ছোঁড়ার অনুমতি না থাকলেও ২০ ভারতীয় সেনা শহিদ হওয়ার নির্মম বাস্তবতা তুলে ধরা হবে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, “লক্ষ্য সঠিক রেখে পরিশ্রম করে যাও…”। ভক্তদের মতে, এটি হয়তো তার বড় কোনো প্রত্যাবর্তনের ইঙ্গিত।
উল্লেখ্য, ‘সিকান্দর’ ছবিটি বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও, ‘ব্যাটল অফ গলওয়ান’ নিয়ে নতুন আশায় বুক বেঁধেছে বলিউড।
ভোরের আকাশ//হ.র