সংগীতশিল্পী নোবেল গ্রেফতার
আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী।
এরপর আজ মঙ্গলবার সকাল ১১ টায় নোবেলকে গ্রেফতার করা হয়েছে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। এরপর আজ মঙ্গলবার সকাল ১১ টায় নোবেলকে গ্রেফতার করা হয়েছে। ভোরের আকাশ/আজাসা
নুসরাত ফারিয়া গ্রেপ্তার ইস্যুর রেশ কাটতে না কাটতেই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘চিত্রনায়িকা পরীমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’—এমন একটি গুজব। মুহূর্তেই বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে।গুজব ছড়িয়ে পড়ার পর সোমবার (১৯ মে) রাতে ফেসবুক লাইভে এসে পরীমনি জানান, তিনি সুস্থ আছেন এবং এ সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।‘মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো?’—এই ক্যাপশন দিয়ে লাইভ শুরু করেন এই অভিনেত্রী। সেখানে পরীমনি বলেন, “চার বছর আগেও বলেছিলাম, আজও বলছি—আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি, কখনোই আত্মহত্যার পথ বেছে নেব না।”তিনি আরও বলেন, “আমি আমার সন্তানের সঙ্গে সুখে আছি। এই ধরনের গুজব রটিয়ে কোনো লাভ নেই। যদি কখনো হঠাৎ শুনেন আমি মারা গেছি, তাহলে ধরে নেবেন আমাকে হত্যা করা হয়েছে, আত্মহত্যা নয়।”লাইভে পরীমনি দৃঢ়ভাবে জানান, “আমি এখনো জীবিত এবং সুস্থভাবে আছি। আমি কখনো আত্মহত্যা করব না। মৃত্যু আসবেই, তবে তা হবে স্বাভাবিকভাবে।”বর্তমানে তিনি একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলেও জানান অভিনেত্রী।ভোরের আকাশ//হ.র
হলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ এবার বলিউডে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি হিন্দিতে কথা বলে ভারতীয় ভক্তদের প্রতি ভালোবাসাও জানিয়েছেন।সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে একটি প্রচারমূলক ভিডিওতে অংশ নিয়ে টম ক্রুজ বলেন, ‘ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এখানকার মানুষ, সংস্কৃতি—সবকিছুই আমার খুব পছন্দ। আমি আগেও ভারতে এসেছি, সেই স্মৃতিগুলো আজও আমার মনে গেঁথে আছে।’শনিবার (১৭ মে) ভারতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’, যা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অষ্টম কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি।ভারতের সঙ্গে তার পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে টম ক্রুজ বলেন, ‘২০১১ সালে “ঘোস্ট প্রোটোকল” সিনেমার প্রচারে আমি ভারতে এসেছিলাম। তখন তাজমহল ঘোরা, মুম্বাইতে কাটানো সময়—সবই ছিল অসাধারণ অভিজ্ঞতা। সেই স্মৃতিগুলো আজও আমার হৃদয়ে জ্বলজ্বল করে।’এই আবেগ থেকেই বলিউডে সিনেমা নির্মাণ ও কাজ করার আগ্রহের কথা জানান তিনি। শুধু পরিচালনা নয়, হিন্দি ভাষার মূলধারার সিনেমায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।বলিউডের প্রশংসা করে ক্রুজ বলেন, ‘হিন্দি সিনেমার গল্প ও চিত্রনাট্য আমার দারুণ লাগে। সেই সঙ্গে গান, নাচ—সব মিলিয়ে যেভাবে বলিউড সিনেমা উপস্থাপিত হয়, তা সত্যিই অসাধারণ।’টম ক্রুজের এমন মন্তব্যের পরই বলিউড মহলে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি এবার মুম্বাইয়ের সুপারস্টারদের ভিড়ে দেখা যাবে এই হলিউড আইকনকেও?ভোরের আকাশ//হ.র
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সেখান থেকে প্রথমে তাকে নেওয়া হয় ডিএমপির ভাটারা থানায়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রোববার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিকেল চারটার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।এর আগে রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।ভোরের আকাশ/এসআই