ছয় মাসে গ্রেফতার ১১,৩২৩ জন, মামলা নিষ্পত্তি ৫,৫৫৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে ৫,৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময় গ্রেফতার হওয়া ১১,৩২৩ জন আসামির মধ্যে ২,৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির বিভিন্ন বিভাগের মাধ্যমে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এসব মামলা দায়ের ও বিচার কার্যক্রম সম্পন্ন হয়।ডিএমপির বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী—মতিঝিল বিভাগ: মোট ৭৬৮ জন গ্রেফতার, ৩৭৮ মামলা, এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, ৩৫৬ জনের সাজা।ওয়ারী বিভাগ: ৯৬৪ জন গ্রেফতার, ৫১৮ মামলা, এক লাখ ৫৯ লাখ টাকা জরিমানা, ৩২৬ জনের সাজা।তেজগাঁও বিভাগ: ১,৬৭৫ জন গ্রেফতার, ৭২৫ মামলা, ৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা।গুলশান বিভাগ: ১,৩৪৪ জন গ্রেফতার, ৭৪০ মামলা, দুই লাখ ৯ হাজার টাকা জরিমানা, নয়জনের সাজা।লালবাগ বিভাগ: ৮৭৫ জন গ্রেফতার, ৫০৫ মামলা, দুই লাখ ৮৯ হাজার টাকা জরিমানা, ৪০৭ জনের সাজা।মিরপুর বিভাগ: ২,৭৬২ জন গ্রেফতার, ১,২৬৭ মামলা, ১১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা, ৪৫৭ জনের সাজা।উত্তরা বিভাগ: ১,৮৯৭ জন গ্রেফতার, ৮৮৮ মামলা, ৮ লাখ ১৬ হাজার জরিমানা, ৮১৩ জনের সাজা।রমনা বিভাগ: ১,০৩৮ জন গ্রেফতার, ৫৩৭ মামলা, তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা, ২৭৬ জনের সাজা।আইন কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর নয় এমন অপরাধ ও লঘু শাস্তিযোগ্য মামলাগুলো ফৌজদারি কার্যবিধির আওতায় সংক্ষিপ্ত বিচার আদালতে দ্রুত নিষ্পত্তি করা হয়ে থাকে। ভোরের আকাশ/হ.র